টুইটারে ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এমনই অভিযোগ তুলল বিজেপি।সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতায় আজ কোঝিকোড়ে বিক্ষোভ মিছিল করবে কংগ্রেস। সেই মিছিলের নেতৃত্ব দেবেন থারুর। গতরাতে টুইটারে মিছিলে একটি পোস্টার শেয়ার করেন তিনি। তা থেকেই শুরু হয় বিতর্ক।নেটিজেনরা অভিযোগ করেন, পোস্টারে ভারতের বিকৃত মানচিত্রের ছবি রয়েছে। মানচিত্রে কাশ্মীরকে দেখানো হয়নি। সেজন্য টুইটারে সমালোচিত হন কেরলের সাংসদ। সুযোগ হাতছাড়া করেনি বিজেপিও। বিষয়টি নিয়ে আসরে নামেন দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালবিয়া। থারুরের টুইটের স্ক্রিনশট-সহ একটি টুইট করেন তিনি। লেখেন, ‘সিএএ বিরোধী প্রতিবাদের নামে ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এটা কোনও ভুল হতে পারে না। এর আগে, ফারহান আখতার এটা করেছিলেন, এখন থারুর করলেন। কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন তিনি? পাকিস্তানে তাঁর সহ-ষড়যন্ত্রকারীদের নাকি দেশের চরমপন্থার উপাদানদের?’ পরে অবশ্য বিতর্কিত টুইটটি ডিলিট করে দেন থারুর। নতুন একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আগের একটা পোস্টের পরিবর্তন (করলাম)। ওই পোস্টটা (ভারতের) ভূ-খণ্ড নয়, ভারতের মানুষের উপর আলোকপাত করতে চেয়েছিল। যাঁদের নামে আমরা (আজ) কথা বলব। বিজেপির ট্রলের মুখে আরও পশুখাদ্য জোগানোর কোনও ইচ্ছা নেই।’