তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ইতিমধ্য🐟েই তিনি লোকসভার স্পিকারকে চিঠি লিখে এই অভিযোগ জানিয়েছেন। এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে এই ঘটনায় এবার মহুয়ার পাশে দাঁড়াল শিবসেনা, জেডিইউ। তাদের বক্তব্য, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার কারণেই মহুয়ার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: টাকা নিয়ে আদানির বিরুদ্ধে সংসদে 𓃲প্রশ্ন? 'এক্স-ব🅠য়ফ্রেন্ড'-সহ অনেককে নোটিশ মহুয়ার
জানা গিয়েছে, টাকা বা উপহারের পরিবর্তে মহুয়া সংসদে প্রশ্ন করেছেন বলে স্পিকারের দৃ🌼ষ্ট𒊎ি আকর্ষণ করেন বিজেপি সাংসদ। মহুয়ার বিরুদ্ধে বিজেপি সাংসদের অভিযোগ, তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা এবং উপহার নিয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন। কয়েকটি প্রশ্ন ছিল আদানি গোষ্ঠীর বিরুদ্ধেও। যদিও ওই শিল্পপতি সে কথা অস্বীকার করেছেন।
অন্যদিকে, এই ঘটনায় মহুয়া মৈত্র বিজেপি সাংসদ এবং ওই আইনজীবীকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তাছাড়া এ সমস্ত খবর যেসব সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে, ত🌟াদের বিরুদ্ধেও আইনে নোটিশ পাঠিয়েছেন। নিশিকান্ত অভিযোগে জানিয়েছিলেন, জয় অনন্ত একসময় মহুয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেই মহুয়াকে হুমকি মেসেজ দিতেন ওই আইনজীবী। পুলিশে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন মহুয়া।
এদিকে, তৃণমূলের লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় পালটা বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তোলেন। মহুয়া নিজেই জবাব দেবেন বলে তিনি জানিয়েছিলেন। তারপরেই দেখা যায় উদ্ধব ঠাকরের শিবসেনার সঞ্জয় রাউত, জেডিইউ নেতা 𒐪নীরজ কুমার মহুয়ার পাশে দাঁড়ান। সঞ্জয় রাউত জানান, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। তাই সেটা বিজেপি মেনে নিতে পারছে না। তবে তৃণমূলের কাউকে এবিষয়ে সেরকমভাবে মুখ খুলতে দেখা যায়নি। যদিও প্রথম থেকেই মহুয়া দাবি করে আসছিলেন, তিনি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন সꦅেই কারণে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।