বাবা সিদ্দিকির খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল, গত শনিবার বাবা সিদ্দিকিকে খুন করা হলেও, সেই ঘটনার আগে, গত একমাসে বান্দ্রায় আরও ১০ বার তাঁকে খুন করার চেষ্টা করেছিল আততায়ীরা। কিন্তু, প্🙈রত্যেকবারই তারা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়। শেষমেশ ১১ বারের চেষ্টায় বাবা সিদ্দিকিকে মারতে সফল হয় তারা!
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওই পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীদ🌌ের বলা হয়েছিল, তারা যেন বাবা সিদ্দিকিকে খেরওয়াড়িতে অবস্থিত তাঁর ছেলের অফিসের কাജছাকাছি কোনও জায়গায় গুলি করে।
ওই পুলিশ আধিকারিকের আরও দাবি, যেহেতু ওই এলাকাটি খোলামেলা, ফলে তারা বারবার চেষ্টা করেও সেখানে বাবা সিদ্দিকিকে গুলি করতে পারছিল না। তাছাড়া, সব সময়েই প্রচুর মানুষ ♛বাবা সিদ্দিকিকে ঘিরে থাকত। ফলে, বাবা সিদ্দিকিকে মারতে এসেও বারবার ফিরে যেতে হত আততায়ীদের।
এদিকে, এই ঘটনায় জড়িত স🌟ন্দেহে মঙ্গলবার আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হরিশকুমার নিষাদ (২৪)। তা🧸কে উত্তরপ্রদেশের কাইসরগঞ্জ থেকে পাকড়াও করা হয়। আদালত তাকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিয়েছে।
তারও আগে এই ঘটনায় গুরমেল ꦅসিং এবং ধর্মরাজ কাশ্যপ নামে দুই বন্দুকবাজকে গ্রেফতার করে পুলিশ। পর গ্রেফতার করা হয় প্রবীণ লোঙ্কার না🌸মে এক ব্যক্তিকে। দুধের ব্যবসায়ী প্রবীণ এই ঘটনার অন্যতম চক্রী বলে দাবি করছে পুলিশ।
ব🐽ꦫলা হচ্ছে, এই প্রবীণ লোঙ্কার হল শুভম লোঙ্কার নামে এক ব্যক্তির ভাই। যার সোশাল মিডিয়া পোস্টের সূত্র ধরেই এই খুনের নেপথ্য়ে লরেন্স বিষ্ণোই গ্যাং রয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে, উত্তরপ্রদেশ থেকে ধৃত হরিশ আগে পুণে শহরে একটি বাতিল ও ভাঙাই জিনিসের দোকান চালাত। যা গত দু'সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ওই দো🃏কান ঘরের মালিকই একথা জানিয়েছেন। লক্ষ্যণীয় ব🔴িষয় হল, হরিশের এই বাতিল জিনিসের দোকানের পাশেই রয়েছে প্রবীণের দুধের দোকান।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবে💟দন অনুসারে, পুলিশ একটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছ। যেটা হরিশ কিনেছিল বলে দাবি করা হচ্ছে। এই মোটরবাইকটির সঙ্গে খুনের ঘটনার সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উ🧸ঠেছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একটি সেকেন্ড হ্য়ান্ড মোটরবাইক কেনার জন্য প্রবীণ হরিশকে ৬০ হাজার টাকা দিয়েছিল। হরিশ সেই বাইক কিনে, সেটি চালিয়েই🐠 পুণে থেকে মুম্বই পৌঁছয়।
এদিকে, মুম্বই শহরের কুরলায় ঘর ভাড়া নিয়ে থাকছিল তিন বন্দুকবাজ। তাদের সেই ভাড়া বাড়ির কাছেই হরিশ সেকেন্ড হ্যান্ড বাইকটি ওই তিনজনಌ ভাড়াটে খুনির হাতে তুলে দেয়। পরবর্তীতে সেই বাইকে চড়েই ঘাতকরা ঘটনাস্থল রেইকি করত বলে📖 দাবি পুলিশের।
চমক আরও আছে। বুধবারই যেমন পুলিশ দাবি করে, এই ঘটন♉ায় জড়িত আততায়ীরা ইউটিউব ভিডিয়ো দেখে আগ্নেয়াস্ত্র চালাতে শেখে!
শুধু তাই নয়। এই ঘটনাꦏয় মূল অভিযুক্ত, পলাতক শিবকুমার গৌতম উত্তরপ্রদেশে থাকাকালীন, সেখানকার বিভিন্ন বিয়ে বাড়িতে উৎসবের অঙ্গ হিসাবে যে বন্দুক চালানো হত, তা দে🧜খেই প্রথম আগ্নেয়াস্ত্র ধরতে ও চালাতে শেখে!