দীর্ঘ ১০ মাস পরে জেল থেকে মুক্তি পেলেন নভোজৎ সিধু। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধ﷽ী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করলেন তিনি। তিনি এরপর টুইট করেছেন। লিখেছেন, আমার মেন্টর রাহুল গান্ধী ও ফ্রেন্ড, ফিলোজফার ও গাইড প্রিয়াঙ্কা গানꦯ্ধীর সঙ্গে দেখা করলাম। আপনারা আমাকে জেলে ঢোকাতে পারেন, আমার সমস্ত অ্য়াকাউন্ট ব্লক করে দিতে পারেন কিন্তু পঞ্জাবের প্রতি ও আমার নেতৃত্বের প্রতি আমার দায়বদ্ধতা এক ইঞ্চিও নড়বে না।
প্রায় ৩৪ বছর আগের একটি বেপরোয়া গাড়ি চালানোর ঘটনাকে কেন্দ্র করে জেলে গিয়েছিলেন সিধু। একজন প্রত্যক্ষদর্শী সিধুকে চিহ্নিত করেছ🐻িলেন। পার্কিং স্পট নিয়ে ঝামেলার জেরে সিধু গুরনাম সিং নামে একಞ ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিলেন বলে অভিযোগ।
নভোজৎꦓ সিং সিধু ও তার বন্ধু রুপিন্দর সিং গুরনাম সিংকে ধাক্কা 🌞দিয়ে খুন করেছিল বলে অভিযোগ।
৫৯ বছর বয়সী সিধু। গত বছর মে মাসে সুপ্রিম কোর্ট তাকে এক বছরের জন্য জেলে পাঠিয়েছিল। মে মাসে তার মুক্তির কথা ছিল। কিন্তু ভালো ব্যবহারের জন্য 🔯তিনি আগাম মুক্তি পান।
শনিবার মু꧒ক্তি পেয়েছেন সিধু। তারপরই তিনি কাজে নেমে পড়েছে𒁃ন। তিনি অভিযোগ করেছেন কেন্দ্র পঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে। তিনি জানিয়েছেন একজন একনায়ক যখন এই দেশে আসেন তখন বিপ্লবও হয়। সেটা হবে রাহুল গান্ধীর নেতৃত্বে।
এদিকে আগে সিধু যখন জেলে ছিলেন তখন জেলবন্দি স্বামীকে চিঠি লিখেছিলেন তাঁর স্ত্রী। আবেগঘꦯন সেই চিঠি। তিনি তাঁর জেলবন্দি স্বামীকে চিঠি লিখেছিলেন। আর সেই চিঠির ছত্রে ছত্রে বন্দি স্বামীর প্রতি তাঁর আবেগ।
একটি টুইটে তিনি উল্লেখ করেছেন, যে অপরাধটা তিনি করেননি সেই অপরাধেই স্বামীকে জেল খাটতে হচ্ছে। তোমার জন্য প্রতি মুহূর্তে অপেক্ষা করছি। হয়তো বাইরে থেকেও তোমার থেকে বেশি কষ্ট ভোগ করছি। আগের মতোই তোমার যন্ত্রণা কমানোর চেষ্টা করছি। জানলাম খারাপ কিছু হয়েছে আমার জন্য। তোমার জন্য় অপেক্ষা করছি। সত্যটা খুব শক্তিশালী।কিন্তু বার বার পরীক্ষা নেওয়া হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। তোমার জন্য় অপেক্ষা করতে প🍒ারছি না। মারণ ক্যানসারের স্টেজ ২তে রয়েছি। আজ একেবারে ছুরির নীচে এসে দাঁড়িয়েছি। কাউকে দোষারোপের কিছু নেই। হয়তো এটা ভগবানের পরিকল্পনা ছিল। খুব যথার্থ হয়েছে।
তবে অবশেষে মুক্তি পেয়েছেন সিধু।