২০০৮ সালের ২৬ নভেম্বর এক রক্তাক্ত অধ্যায় দেখেছিল মুম্বই। পাক সন্ত্রাসবাদীদের তাণ্ডবে গোটা শহর ছিন্নভিন্ন হয়েছিল। সেই দিনের অভিশপ্ত সন্ধ্যায় মুম্বইয়ের CSTဣ স্টেশনে হাজির ছিলেন দেবিকা রোতয়ান। ২৫ বছর বয়সী দেবিকা তখন ৯ বছরের ছোট্ট মেয়ে। ২৬/১১ মুম্বই হানার ১৬ বছর পর দেবিকার মনে আজও দগদগে সেই রক্তাক্ত দিনের স্মৃতি। দেবিকা সেই দিন ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে গুলি পাল্টা গুলির লড়াইয়ের মধ্যেও যার মুখ মনে রেখেছিলেন সে পাক সন্ত্রাসবাদী আজমল কসভ! কসভকে পরে আদালতে চিনে নিতে এক ফোঁটাও সময় লাগেনি সেই সময়ের ছোট্ট দেবিকার! দেবিকার চোখে একনজরে দেখা যাক ২৬/১১র অভিশপ্ত পর্ব।
ছত্রপতি শিবাজি টার্মিনাসে সেদিন ৯ বছরের দেবিকা ছিলেন বাবার সঙ্গে। যাচ্ছিলেন পুনে। দেবিকা বলছেন,' ১৬ বছর হয়ে গেল, আমার এখনও মনে আছে আমি কী করছিল🧜াম, কোথায় কী হচ্ছিল, কীভাবে হামলা হয়েছিল?' ২০০৮ সালের ২৬ নভেম্বরের রাতে সেদিন বাবার সঙ্গে সফর করবে বলে স্টেশনে ছিল দেবিকা। দেবিকা বলছেন,'বান্দ্রা থেকে ছত্রপতি শিবাজি টার্মিনাসে সবে তখন আমরা নেমেছি, আর তখনই বম্ব বিস্ফোরণ হয়। তারপর একগুচ্ছ গোলাগুলি চলে, সব বয়সের মানুষ আহত হতে থাকেন।' সেদিন গဣুলি লেগেছিল দেবিকার পায়ে। তাঁকে তখনই জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেবিকার পা অপরেশন করে গুলি বের করা হয়। তবে আজও হাঁটতে সমস্যা হয় দেবিকার। ‘আমি অচৈতন্য ছিলাম কিছুক্ষণ’, স্মৃতিচারণা দেবিকার।
( Pakistan Violence Latest: ইসলামাবাদ যেন দুর্গ! পাকিস্তানে ইমরান সমর্থকদের মিছিল ঘিরে রᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚণক্ষেত্র, মৃত ৫)