এক ব্যক্তিকে ধাক্কা মেরে ছিটকে দিয়ে বেরিয়ে গেল একটি কালো গাড়ি। কিছুটা এগিয়ে গিয়ে আবার 'ব্যাক' করল। সেইসময় ওই গাড়ির ধাক্কায় আরও একজন রাস্তায় পড়ে গেলেন। তারপর 'ব্যাক' করে এসে একটি সাদা গাড়িতে সোজা ধাক্কা মারল সেই কালো গাড়িটি। মহারাষ্ট্রের থানের জেলার অম্বꦐরনাথের চিখোলির এমনই ভয়াবহ ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বাবা ও ছেলের ঝামেলা হাইওয়েতে গড়িয়েছে। রাস্তার মধ্যেই উন্মাদের মতো বাবার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সেই ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু'জন নেহাতই সাধারণ নাগরিক।
হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন বাবা ও ছেলে
মঙ্গলবার সন্𒁏ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ কল্যাণ-বদলাপুর রাজ্য সড়ক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিন্দেশ্বর শর্মা এবং তাঁর ছেলে সতীশ। সাদা টয়োটা ফরচুনারে ছিলেন বিন্দেশ্বর। গাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। পিছনের কালো টাটা সাফারিতে ছিলেন সতীশ। পিছন দিক থেকে প্রথমে বাবার গাড়িতে ধাক্কা মারে সতীশের গাড়ি। সেইসময় সতীশদের থামাতে বিন্দেশ্বরদের গাড়ি থেকে নেমে আসেন চালক। তাঁকে ধাক্কা মেরে সতীশের গাড়ি বেরিয়ে যায়।
সতীশের গাড়ির ধাক্কায় আহত অন্যান্যরাও
তারপর বাইকে চেপে যাওඣয়া একজন স্থানীয় বাসিন্দাকে ধাক্কা মারে সতীশের গাড়ি। ধাক্কার জেরে ওই ব্যক্তি গাড়ির বনেটে পড়ে যান। তাতেও থামেনি সতীশের গাড়ি। বরং ফের ‘ব্যাক’ করে। সেইসময় গাড়ির বনেট থেকে ছিটকে পড়ে যান ওই বাইক-আরোহী। তাতে ভ্রূক্ষেপ না করে সোজা বাবার গাড়িতে এসে ধাক্কা মারেন সতীশ। সেইসময় সাদা গাড়ির চালককে খোঁড়াতে-খোঁড়াতে দৌড়াতে দেখা যায়। সাদা গাড়ির পিছনে থাকা কয়েকজন বাইক-আরোহীও পড়ে যান। আর তারপরই ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। সোজা গিয়ে সতীশের গাড়ির কাঁচ ভাঙতে থাকেন কয়েকজন।
FIR দায়ের পুলিশের
সেই ঘটনায় ইতিমধ্যে অম্বরনাথ থানায় সতীশের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিন্দেশ্বরের বয়স ৬২। সতীশের বয়স ৩৮-র কাছাকাছি। বদলাপুরের বাড়ি থেকে কোলাবায় যাচ্ছিলেন বিন্দেশ্বর। অপর একটি গাড়িতে তাঁকে 'ফলো' করছিলেন সতীশ। আর তারপর চিখোলির কাছে সেই কাণ্ড ঘটিয়েছেন। ওই ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভরতি করেছেন স্থানীয় বাসিন্দারা। এক বাইকচালকের গুরুতর চোট লেগেছে বলে প💮্রাথমিকভাবে খবর মিলেছে।
আরও পড়ুন: Reduce eating meat: খেতে বসে অতিরিক্ত মাংস খেয়ে ফেলেন? এই চারটি উপায়ে কমাতে পারবেন মাংস🎃 খাওয়া