২০২৪ লোকসভা ভোটে প্রার্থী হিসাবে লড়াইয়ের ময়দানে আর থাকছেন ❀না সোনিয়া। একটা লম্বা সময় ধরে তিনি উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছেন। গান্ধী পরিবারের পোক্ত জমি সেই রায়বরেলিতে এবার সম্ভবত সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা কংগ্রেসের টিকিটে লড়তে পারেন। অন্তত এমনটাই দাবি সূত্রের। এদিকে, রাজস্থান থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন পেশ করে দিয়েছেন সোনিয়া। তবে রায়বরেলির জনতার প্রতি তিনি দিয়েছেন, এক বড় বার্তা।
রায়বরেলির জনতার প্রতি হিন্দিতে লেখা এক চিঠিতে সোনিয়া গান্ধী লেখেন, ‘ আমার পরিবার দিল্লিতে সম্পূর্ণ নয়। সেটি রা𝔍য়বরেলি এসে, আর আপনাদের সঙ্গে মিলে পূর্ণ হয়। এই সংযোগ অনেক পুরনো। আমার শ্বশুরবাড়ির তরফে এটি আমার সৌভাগ্যের মতো করে প্রাপ্তি হয়েছে।’ চিঠিতে এই অংশ উল্লেখ করে সোনিয়া কার্যত ফের মনে করিয়ে দেন গত কয়েক দশক ধরে গান্ধী পরিবার ও কংগ্রেসের সঙ্গে রায়বরেলির সংযোগ কতটা গভীর। তিনি চিঠিতে লেখেন, স্বাধীনতার পর প্রথম লোকসভা ভোটে রায়বরেলি ‘আমার শ্বশুরমশাই ফিরোজ গান্ধী এখান থেকে জিতে পৌঁছন দিল্লিতে।’ এরপর তিনি লেখেন, ‘পরে আমার শাশুড়ি ইন্দিরা গান্ধীকে আপনারা আপন করে নিয়েছিলেন। এরপর এই পর্ব এখনও পর্যন্ত জীবনের অনেক চড়াই উতরাই মিলিয়ে চলেছে, আর উৎসাহ নিয়ে এগিয়ে চলেছে। এরপর আপনারা আমাকে এগিয়ে চলার রাস্তা দেখিয়েছেন।’
উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রে ২০০৪ সাল থেকে লড়ছেন সোনিয়া। দশবছর পরের ২০২৪ লোকসভা ভোটে এই কেন্দ্রে তিনি লড়ছেন না। যা রায়বরেলিতে প্রথমবার ঘটতে চলেছে। তিনি জানান, তাঁর শারীরিক অবস্থা আর স্বাস্থ্যের কারণে তিনিꦡ এই লোকসভা ভোটে আর লড়ছেন না। তিনি রায়বরেলির জনতার প্রতি চিঠিতে লেখেন, ‘আমি গর্বিত, আমি আজ যা হয়েছি, তা আপনাদের জন্য। আমি সবসময় আপনাদের আস্থাকে সম্মান করতে নিজের সেরাটা ঢেলে দিতে চেয়েছি।’ তিনি লিখছেন, ‘আমি স্বাস্থের কারণে, বয়সের কারণে আর পরবর্তী লোকসভা ভোট থেকে লড়বনা।’ তিনি এরই সঙ্গে লেখেন, ‘এই সিদ্ধান্তের পর আমি আর সুযোগ পাব না আপনাদের সরাসরি সেবা করার। তবে আমার হৃদয় আর আত্মা আপনাদের সঙ্গে সব সময় থাকবে।’ সোনিয়া লেখেন,'আমি জানি আপনারা আমার পরিবারের সঙ্গে ভবিষ্যতেও থাকবেন, যেভাবে আগে থেকেছেন। '