আসন সমঝোতার দিকে ধাপে ধাপে এগোচ্ছে ইন🐽্ডিয়া জোট। সেই নিরিখে উত্তরপ💟্রদেশে আসন বোঝাপড়ার ক্ষেত্রে বড় সাফল্য পেল ইন্ডিয়া জোট। এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে লিখেছেন, উত্তরপ্রদেশে ১১টি আসনে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে। উত্তরপ্রদেশের এনডিএর ঘোড়াকে আটকাতে এবার কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করার কথা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। বাংলাতে এখনও কোনও সমাধানসূত্র না বের হলেও এবার উত্তরপ্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্য়ে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে খবর।
অখিলেশ যাদব নিজেই লিখেছেন, সমাজবাদী ১১টা আসন কংগ্রেসকে লড়াই করার জন্য ছেড়ে দিচ্ছে। সামনেই ২০২৪ লোকসভা ভোট। তার আগে এবার রণ✅কৌশল ঠিক করতে বার বার বৈ🌺ঠকে বসেছে ইন্ডিয়া জোট। কিন্তু তারপরেও একাধির রাজ্যে সমাধানসূত্র বের হয়নি। তবে এবার উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য়ের ক্ষেত্রে কিছুটা হলেও আশার কথা। এবার উত্তরপ্রদেশে অন্তত কংগ্রেস ও সমাজবাদী পার্টি পরস্পরের সঙ্গে হাত ধরাধরি করে চলার ব্যাপারে মনস্থ হয়েছে।
অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে লিখেছেন, কংগ্রেসের 🍰সঙ্গে আমাদের ভালো জোটের সম্পর্ক রয়েছ𓂃ে। আমরা জয়ের সমীকরণের দিকে এগোচ্ছি। ইন্ডিয়া টিম ও পিডিএ কৌশল গোটা ইতিহাসকে বদলে দেবে।
এদিকে এর আগে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্য়ে সম্পর্ক বিশেষ ভালো ছিল না। নানা সময়ে তাদের মধ্য়ে সম্পর্কের অবনতি হয়েছে। তবে শেষ পর্যন্ত এসপি ও কংগ্রেসের মধ্য়ে কিছুটা হলেও আসন সমঝোতা হয়। বার বার আলোচনায় বসার পরে এটা সম্ভব হয়েছে। এদিকে আগে বলা হচ্ছিল উত্তরপ্রদেশে বড় সংখ্যক আসন দাবি করছে কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত ধীরে ধীরে সুর নরম করা শুরু করে কংগ্রেস। এদিকে অখিলেশ বিরাট সংখ্যক আসন কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি ছিলেন না একেবারেই। এমনকী কংগ্র🌳েস মায়াবতীর সঙ্গে যোগাযোগ রাখছে তলায় তলায় এমন একটা কথাও রটে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্য়ে আসন সমঝোতা চূড়ান্ত হল♌।
তবে এবার পিডিএর উপর ফোকাস করছে সমাজবাদী পার্টি। পিডিএ মানে পিপলস ডেভেলপমেন্ট অ্য়াজেন্ডা। জ🏅নতার মন জয় করতে নানা কর্মসূচী।