ASIGMA(Army Secure Indigenous Messaging Application)। সেনাবাহিনীর নয়া অ্য়াপ। একমাত্র সেনা আধিকারিক ও সেনা জওয়ানরাই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অত্যন্ত সুরক্ষিত এই অ্যাপ। দেশের নিরাপত্তাজনিত আলোচনায় অন্য কেউ যাতে আড়ি পাততে না পারে, অত্যন্ত নিরাপদে থাকে যাবতীয় তথ্য সেকারণেই আনা হয়েছে এই বিশেষ অ্য়াপ। পিআইবি সূত্রে এই খবর মিলেছে। জানা গিয়েছে একেবারে ইন্টারনেটের মাধ্যমে(Web based application) এই অ্য়াপ্লিকেশনটি পরিচালিত হবে। এদিকে প্রায় বছর ১৫ ধরে সেনাবাহিনীতে প্রচলিত ছিল Army Area Wide Network(AWAN)। তবে এবার সেনার অন্দরে প্রচলিত হবে নতুন অ্য়াপ। এটি সেনার বিশেষ টিমই তৈরি করেছে। এটিতে সুরক্ষার আরও ভালো ব্যবস্থা রাখা হয়েছে। এবার মাল্টি লেভেল সিকিউরিটি, ট্র্যাকিংয়ের সুবিধা সহ নানা ব্যবস্থা থাকছে। এর সঙ্গেই এই অ্যাপে গ্রুপ মেসেজ, ভিডিও ও অডিও কল, ভয়েস নোট, ভিডিও এবং ইমেজ শেয়ারিং ফিচার যুক্ত করা হয়েছে। এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীর টুইটার অ্য়াকাউন্টও হ্যাক করা হয়েছিল। সেক্ষেত্রে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না দেশ। পাশাপাশি চিনের কোনও অ্য়াপ যাতে সেনা জওয়ানরা ব্যবহার না করেন সেব্যাপারে আগেই নিষেধ করা হয়েছিল। তবে এবার সেনাদের পারস্পরিক যোগাযোগের জন্য বিশেষ অ্যাপ এনে গোটা যোগাযোগ ব্যবস্থাকে আরও বজ্র আঁটুনি করার ব্যবস্থা করছে ভারতীয় সেনা।