অপারেশন সিঁদুর। গোটা বিশ্ব দেখেছে জঙ্গি দমনে ভারত কতটা শক্তিশা🥃লী।
অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেছেন, স্বাধীনতার পর ‘প্রথমবার’ ভারতীয় সেনাবাহিনী 'পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিত💮রে আক্রমণ করেছে এবং জঙ্গি শিবিরগুলি ধ্ব🐠ংস করেছে।
গ꧃ুজরাটের পেঠাপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সামরিক প্রতিক্রিয়া হিসেবে ৭ মে শুরু হয় অপারেশন সিঁদুর। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু ও কা✅শ্মীরে সন্ত্রাসী পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে খবর।
মুখ্যꦯমন্ত্রী ভূপেন্দ্র পটেলক🔯ে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের পেঠাপুরে একটি নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন এবং অন্যান্য বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অমিত শাহ বলেন, 'এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সদর দফতর ধ্বংস করা হয়েছে। আমরা এমন ৯টি স্থান ধ্বংস করেছি যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হত এবং তাꦰদের আস্তানা ছিল।