কোভিডে মৃতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এবার সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের মুখে গুজরাত ও মহারাষ্ট্র। এদিকে গত ৪ঠা অক্টোবর সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। দেখা যাচ্ছে মহারাষ্ট্রে ১ লক্ষ ৪০ হাজার মানুষের কোভিডে মৃত্যু হয়েছে। অথচ ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র ৮ হাজার জনের। এদিকে গুজরাত ক্ষতিপূরণ দেওয়ার অনলাইন পোর্টাল সম্পর্কে ভালো করে প্রচার করছে না বলে অভিযোগ। তবে গুজরাতের দাবি ২২ হাজার ৫৫৭টি পরিবার আবেদন করেছেন। এর মধ্যে ১৪, ২১৫টি পরিবারের জন্য টাকা ছাড়া হয়েছে।এদিকে বিচারপতি এমআর শাহ ও বিভি নাগারত্ন বলেন, সাধারণ মানুষ ৫০ হাজার টাকার জন্য অপেক্ষা করছেন। কীভাবে আপনি তাঁদের জানাবেন? সমস্ত সংবাদপত্রে অনলাইন পোর্টালের কথা উল্লেখ করে বিজ্ঞাপন দিতে হবে। লোকাল চ্যানেল, দুরদর্শন, লোকাল কাগজেও জানাতে হবে। এক সপ্তাহের মধ্যে ৮৪ হাজার আবেদনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের ব্যাপারে যথাযথ প্রচার করার জন্য় গুজরাতকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত মহারাষ্ট্রকে জানিয়েছে, মাত্র ৮ হাজার পরিবার ক্ষতিপূরণ পেয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক। এক সপ্তাহের মধ্যে পেমেন্টের ব্যবস্থা শুরু করে দিন। গুজরাতকে আদালত জানিয়েছে, অল ইন্ডিয়া রেডিও এখন কে শোনে? এফএম রেডিও মানুষ শোনেন। ভালো করে প্রচার করুন।