দিল্লির তরফে আগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল চিনের জাহাজ চরবৃত্তির জন্য হয়তো শ্রীলঙ্কার উপকূলে আসছে। কিন্তু সে𒁏ই আপত্তিকে গুরুত্ব না দিয়েই চিনের গবেষণামূলক জাহাজকে নিজেদের দেশের সীমার মধ্য়ে আসার অඣনুমতি দিয়ে দিল শ্রীলঙ্কা।
ইয়ান ওয়াং ৫নামে ওই জাহাজটি রিসার্চ ও সার্ভে জাহাজ বলেই উল্লেখ করা হচ্ছে। কিন্তু ভারতের মতে এটি স্পাই জাহাজ🐼 হিসাব☂েও কাজ করছে।
বেজিংয়ের এভাবে 𒁃ভারত মহাসাগরে আধিপত্য বৃদ্ধি করা, শ্রীলঙ্কায় আসা নিয়ে নানা সন্দেহ পোষন করছে ভারত।এদিকে চিন পরিচালিত হামবানতোতা বন্দরে এই জাহাজ গত ১১অগস্ট আসার কথা ছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা অনির্দিষ্ট কালের জন্য পি🍒ছিয়ে দেওয়া হয় বলে খবর।
তবে শ্রীলঙ্কার হার্বার মন্ত্রী নির্মল পি সিলভা জানিয়েছেন, তিনি বিদেশমন্ত্রকের ছাড়পত্র পেয়েছেন𝄹। ১৬-২২ অগস্টের মধ্যে এই জাহাজ আসত෴ে পারে বলে জানতে পেরেছি।
এদিকে বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রথম দিকে ১২ জুলাই এই জাহাজের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছিল। শ্রী🥃লঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালানোর আগের দিনই এই অনুমতি দেওয়া হয়েছিল। সূত্রের খবর, চিনের ওই জাহাজটি শুক্রবার রাতে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে অন্তত হাজার কিমি দূরে রয়েছে।ধীরে ধীরে এটা শ্রীলঙ্কার দিকে এগিয়ে আসছে।