Fixed Deposit Schemes: ফিক্সড ডিপোজিট এখনও বহু মানুষের সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম। বিশেষত রাষ্টায়ত্ত ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে এখনও অনেক মানুষ টাকা রাখতে পছন্দ করেন। অবস🔯রকালীন সঞ্চয়ের জন্যও এটি বিনিয়োগের দুর্দান্ত মাধ্যম বলা যেতে পারে। তাছাড়া ইদানিং কেন্দ্রীয় ব্যাঙ্ক(RBI) রেপো রেট বাড়িয়েছে। বেশ কয়েকবার তার বৃদ্ধির পর এখন ফিক্সড ডিপোজিটে টাকা রাখা আরও লাভজনক হয়ে গিয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইꦬন্ডিয়ার 'SBI সর্বোত্তম' নামের স্কিমের মাধ্যমে প্রবীণ নাগরিকরা PPF, NSC এবং বিভিন্ন পোস্ট অফিস ডিপোজিট স্কিমের তুলনায় বেশি সুদের হার পাবেন। সিনিয়র সিটিজেন ভেবে বাকিদের আশাহত হওয়ার কিছু নেই। কারণ অনেকেই মা-বাবা, দাদু-ঠাকুমার মাধ্যমে স্থায়ী আমানত করে থাকেন। তবে সাধারণ বয়সীদের জন্যও সুদের হার নেহাত্ কম নয়। আসুন জেনে নেওয়া যাক।
SBI সর্বোত্তম প্রকল্প
- এই প্রকল্পে প্রবীণ নাগরিকরা ২ বছরের আমানতে ৭.৯% হারে সুদ পাবেন। সাধারণ বয়সীরা পাবেন ৭.৪% হারে।
- সর্বোত্তম স্কিমের অধীনে ১ বছরের আমানতে, প্রবীণ নাগরিকরা ৭.৬% হারে সুদ পাবেন। সাধারণ বয়সের আমানতকারীরা ৭.১% হারে সুদ পাবেন। SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, সর্বোত্তম ডোমেস্টিক রিটেল টার্ম ডিপোজিটের এই সুদের হার ১৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়েছে।
১৫ লক্ষ টাকার উপরে রাখতে পারলে আরও বেশি লাভ। সেক্ষেত্রে ২ বছরের সর্বোত্তম ডিপোজিটের বার্ষিক রিটার্ন ৮.১৪%। ১ বছরের ডিপোজিটের জন্য প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬% সুদ দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টাকার অঙ্কটা অনেক মনে হলে, মাথায় রাখতে হবে, অনেক অবসরপ্রাপ্ত কর্মীই জীবনের সঞ্চয়ের জন্য এই জাতীয় ভাল বিনিয়োগের ক্ষেত্র খোঁজেন। তাই তাঁদের জন্য এটি একটি সুরক্ষিত ও লাভজনক বিনিয়োগের অপশন হতে পারে। (ফিক্সড ডিপোজিট সংক্রান্ত 🎃লেটেস্ট খবর পেতে এ⭕ই লিঙ্কে টাচ করুন)
SBI টার্ম ডিপোজিট
SBI সম্প্রতি সাধারণ টার্ম ডিপোজিটের ক্ষেত্রেও তাদ𝐆ের সুদের হ🎀ার সংশোধন করেছে। নয়া তালিকা অনুযায়ী,
- ২ বছর থেকে ৩ বছরের কম এবং ৫ বছর থেকে ১০ বছরের আমানতে বয়স্ক নাগরিকরা ৭.৫% সুদ পাবেন।
- ৪০০ দিনের বিশেষ 'অমৃত কলস' ডিপোজিটে প্রবীণ নাগরিকরা ৭.৬% পাবেন। সাধারণ নাগরিকরা ৭.১% হারে সুদ পাবেন।
SBI𝔍 সর্বত্তম টার্ম ডিপোজিটের হারের তুলনায়, বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং পোস্ট অফিসে আমানতের সুদের হার কিছুটা কম। প্রবীণ নাগরিকরা তাই এই বিষয়টি মাথায় রাখতে পারেন।
PPF সুদের হার : পাবলিক প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের বর্তমান সুদের হার ৭.১%। এক বছরে পিপিএফ অ্যাকাউন্টে মাত্র ১.৫ লক্ষ টাকাই বিনিয়োগ করতে পারবেন সর্বোচ্চ। তবে PPF আসলে সবাই কর ছাড় পেতেই করে থাকেন। তাই এটি শুধুমাত্র রিটার্নের মাধ্যম হিসাবে না ভাবাই শ্রেয়। এটি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পন্থা বলা যেতে𝓡 পারে।
পোস্ট অফিসের সুদের হার: ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটে, আপনি ৭% সুদ পাবেন। ১ বছর এবং ২ বছরের আমানতে যথাক্রমে ৬.৬% এবং 🐽৬.৮%। পোস্ট অফিস MIS-এ সর্বোচ্চ⛄ ৭.১% সুদ পাবেন।
NSC সুদের হার: ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে (NSC) আমানতে বর্তমানে 🃏সুদের হার ৭%(বার্ষিক চক্রবৃদ্ধি প্রযোজ্য)। এই স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পꦬারেন। আরও উল্লেখযোগ্য বিষয় হল, এই স্কিমেও 80C ধারার অধীনে কর সুবিধা পাবেন।
KVP সুদের হার: কিষাণ বিকাশ পত্র (KVP) আমানত হিসাবে বেশ জনপ্রিয়। বর্তমানে এই স্কিমে সুদের হার (বার্ষিক চক্রবৃদ্ধি) ৭.২%। ১২০ মাসের স্কিমের মাধ্যমে বিনিয়োগ দ্বিগুণ করতে পারেন। ফলে অতিরিক্ত সঞ্চয় 𝓀ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হলে এই স্কিম দুর্দান্ত অপশন হতে পারে।
বন্ধন ব্যাঙ্কেও কিন্তু এখন বেশ ভাল হারেই সুদ মিলছে। সেই বিষয়ে জানতে এখানে টাচ করে পড়ুন এই খবরটি: F🎀ixed Deposit-এ সুদের হার বাড়াল ব♊ন্ধন ব্যাঙ্ক! ৮.৫% পর্যন্ত ইন্টারেস্ট পাবেন
মিস করবেন না: ফিক্সড ডিপোজিটে ৯.৫% পর্যন্ত সুদ! দুর্দান্ত অফার দিচ্ছে ไএই সব ব্যাঙ্ক
এই খবরটি আপনি পড়তে পারেন HT ꦉApp থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড♏ করার লিঙ্ক