গাড়িতে চেপে একেবারে মারণ স্টান্ট। নয়ডাতে যেন এই প্রবনতা ক্রমশ বাড়ছে। এদিকে ট্রাফিক পুলিশের নজরে এসেছে এই ভয়াবহ স্টান্টের বিষয়টি। বাইকে ও গাড়িতে চেপে একেবারে ভয়াবহ স্টান্ট। সেখান থেকে যে কোনও সময় বিরাট𝓡 দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু সেদিকে খেয়াল নেই তাদের। চলন্ত বাইকে, গাড়িতে চলছে স্টান্টবাজি। এখানেই শেষ নয়। কেউ কেউ আবার অস্ত্র হাতেও ওই স্টান্টবাজি শুরু করেছেন।
তবে পুলিশ এবার গোটা ঘটনায় কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। নয়ডার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাইকে গাড়িতে চেপে একেবারে ভয়াবহ স্টান্ট করছে কয়💜েকজন তরুণ। একটা গাড়ির পাশাপাশি কয়েকটি বাইকও রয়েছে। যে কোনও সময় দুর্ঘটনা হতে পারে। এদিকে ট্রাফিক পুলিশের নজরে গোটা বিষয়টি এসেছে। তারা ওই যুবকদের ২৬,০০০ টাকা জরিমানা করেছে। পুলিশ সাফ জানিয়ে দিয়েছে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কড়া নজর রাখা হচ্ছে। এবার জরিমানার পরিমাণও বাড়তে পারে। সেই সঙ্গেই মামলাও করা হবে তাদের বিরুদ্ধে। এই স্টান্টবাজির জেরে সমস্যায় পড়তে পারেন অন্যান্য গাড়ি চালকরাও। সেকারণেই গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই ধরনের স্টান্টবাজিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারাও অত্যন্ত আতঙ্কের মধ্য়ে দিন কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ভ♔িডিয়ো পোস্ট করতেই তুমুল সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, এই ধরনের স্টান্টবাজির জেরে বড় দুর্ঘটনা হতে পারে। পুলিশের এব্যাপারে কড়া ব্যবস্থা নিতে হবে। তবে পুলিশও গোটা ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে।