ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার দুটি বিমান। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশের মোরেনায় দুটি বিমান ভেঙে পড়েছে। বিমানের কয়েকটি অংশ সীমান্তবর্তী রাজস্থানের ভরতপুরে পড়েছে।মধ্যপ্রদেশের দুর্ঘটনামধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড়ে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার দুটি বিমান। মোরেনার অ্যাডিশনাল পুলিশ সুপার রাই সিং নরওয়ারিয়া বলেছেন, 'বিমান নিয়ে তথ্য নিশ্চিত করতে এবং বিমানে কতজন ছিলেন, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে আসছে (ভারতীয়) বায়ুসেনার দল। বিমানের কাছে একটি হাত পেয়েছে পুলিশ।প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, যে দুটি বিমান ভেঙে পড়েছে, সেগুলির মধ্যে একটি হল সুখোই-৩০ যুদ্ধবিমান। অপরটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বলে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের তরফে জানানো হয়েছে, গোয়ালিয়র বায়ুঘাঁটি থেকে ওই দুটি বিমান উড়েছিল। মাঝ-আকাশে দুই বিমানের ধাক্কা লেগেছে কিনা, তা খতিয়ে দেখতে 'কোর্ট অফ এনকোয়ারি' গঠন করবে বায়ুসেনা। দুর্ঘটনার সময় সুখোই-৩০ বিমানে দু'জন পাইলট ছিলেন। মিরাজে ছিলেন একজন পাইলট। প্রাথমিকভাবে খবর মিলেছে যে দু'জন পাইলট সুরক্ষিত আছেন। তৃতীয় পাইলটের কাছে যাচ্ছে বায়ুসেনার চপার। সূত্র উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, ওই দুর্ঘটনা নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁকে পুরো ঘটনাটি জানিয়েছেন বায়ুসেনা প্রধান। পাইলটরা কেমন আছেন, তা জেনেছেন প্রতিরক্ষা মন্ত্রী। পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি।রাজস্থানের দুর্ঘটনাসংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন যে ভরতপুরের একটি ফাঁকা মাঠে ভেঙে পড়েছে বিমানটি। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে চার্টার জেট ভেঙে পড়েছে। যদিও ভারতীয় বায়ুসেনার সূত্র জানিয়েছে যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি বায়ুসেনার বিমান।তবে তৃতীয় কোনও বিমান পড়েনি বলে জানিয়েছে মধ্যপ্রদেশের জেলা প্রশাসন। মোরেনার জেলাশাসক অঙ্কিত আস্থানা জানিয়েছেন, মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড় এলাকায় বিমানের কিছুটা ধ্বংসস্তূপ পড়েছে। কিছু অংশ পড়েছে রাজস্থানের ভরতপুরে। ভরতপুরের ডেপুটি পুলিশ সুপার বলেন, 'সকাল ১০ টা থেকে ১০ টা ১৫ মিনিটের মধ্যে বিমান ভেঙে পড়ার খবর পেয়েছিলাম। এখানে এসে দেখতে পাই যে ওটা ভারতীয় বায়ুসেনার বিমান। ধ্বংসস্তূপ দেখে বোঝা যাচ্ছে না যে এটা সাধারণ বিমান নাকি যুদ্ধবিমান। দুর্ঘটনার আগেই পাইলটরা বিমান ছেড়ে দেন নাকি তাঁরা বিমানের মধ্যেই আছেন, তা এখনও জানতে পারিনি।'(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup)