ইভিএম থেকে রাজনৈতিক দলের প্রতীক সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তবে সেই আ🅰বেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই আবেদন খারিজ করে। যদিও অ্যাডভোকেট জেনারেল পিটিশনের বিরোধিতা করেছেন। অ্যাডভোকেট জেনারেল বলেন, একজন ভোটার ভোটকেন্দ্রে আসার আগেই নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেন। ইভিএম-এর সামনে দাঁড়ি💙য়ে কেউই নিজের পছন্দের প্রার্থী বাছাই করেন না।
এদিকে অশ্বিনী উপাধ্যায়ের পক্ষে থেকে শীর্ষ আদালতে উপস্থিত হয়ে সিনিয়র আইনজীবী বিকাশ সিং এবং গোপাল শঙ্করনারায়ণ দাবি করেন, ইভিএম-এ রাজনৈতিক দলের প্রতীক থাকায় সংবিধানের ১৪ এবং ২১ নং অনুচ্ছেদের লঙ্ঘন হয়। অশ্বিনীর কথায়, ইভিএমে দলীয় প্রতীকের প্রদর্শিত হওয়ায় ভোটারদের পছন্দ প্রভাবিত হয়। নির্বাচনে লড়াই করা প্রার্থীদের বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে ভোট দেওয়া ভোটারের মৌলিক অধিকার। তবে ইভিএম-এ প্রতীক থাকার কারণে সেই সুযোগ থ💝েকে বঞ্চিত হন ভোটাররা।
অশ্বিনীর পক্ষ থেকে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেন, ‘কেন দলগুলো এমন প্রার্থী বেছে নিচ্ছে না যারা অপরাধী নন? শুধুমাত্রএকটি স্ট্যান্ডার্ড হলফনামা দাখিল করা হয়, প্রতিটি রাজনৈতিক দলই তা করছে। তিনি ওই এলাকায় জনপ্রিয়, এই জুক্তিতেই প্রার্থী বাছাই করা হচ্ছে। আইনসভা এই বিতর্কে প্রবেশ করবে না কারণ তারা নিজেদের হাত কা🌟টতে চায় না।’ এদিকে উভয় পক্ষের সওয়াল জবাবের পর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেন, ‘নির্বাচন রাজনৈতিক দলের সাথে যুক্ত... তার ভিত্তি হল ভোটাররা (প্রার্থী) বেছে নিচ্ছে... সুতরাং ভোটাররা যাকেই নির্বাচিত করুক না কেন, নির্বাচিত প্রতিনিধিকে রাজনৈতিক দলের থেকে আলাদা করা যাবে না।’