♛ মুম্বই হামলায় জড়িত তাহাউর রানার প্রত্যর্পণে অনুমোদন দিল আমেরিকা। গত মাসেই মার্কিন সুপ্রিম কোর্টে পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গির আবেদন খারিজ হয়ে যায়। আর তার সপ্তাহতিনেকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাহাউরের প্রত্যপর্ণের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার, ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আজ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতের আদালতের সামনে দাঁড় করাতে (২৬/১১) মুম্বই হামলার অন্যতম চক্রী এবং বিশ্বের খুব খারাপ লোকের প্রত্যপর্ণে অনুমোদন দিয়েছে আমার প্রশাসন। ভয়াবহ মুম্বই জঙ্গি হামলায় ওর হাত আছে। আদালতের সামনে দাঁড়াতে ও ভারতে যাচ্ছে।’
হেডলির সঙ্গে তাহাউরের ঘনিষ্ঠ যোগ
🤪আর যে তাহাউরকে ভারতে প্রত্যর্পণে অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন, সে আপাতত আমেরিকার লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন 'ডিটেনশন সেন্টার'-এ বন্দী আছে। ২৬/১১ হামলার অন্যতম মূল চক্রী তথা পাকিস্তানি-আমেরিকা ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাহাউরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। যে তাহাউরের কানাডার নাগরিকত্ব আছে।
🔴সেই তাহাউরকে দীর্ঘদিন ধরে ভারতে ফেরানোর চেষ্টা করছে নয়াদিল্লি। তারইমধ্যে জানুয়ারিতে তাহাউরকে প্রত্যর্পণের রাস্তা পরিষ্কার হয়ে যায় মার্কিন সুপ্রিম কোর্টে। তারপরে নয়াদিল্লি জানিয়েছিল যে পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গিকে যাতে দ্রুত ভারতে আনা যায়, সেজন্য মার্কিন প্রশাসনের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।
𓆉ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, 'গত ২১ জানুয়ারি অভিযুক্তের (তাহাউর) দায়ের করা মামলা শুনতে রাজি হয়নি মার্কিন সুপ্রিম কোর্ট। মুম্বই জঙ্গি হামলায় অভিযুক্ত দ্রুত ভারতে ফেরানোর জন্য যে পদ্ধতিগত প্রক্রিয়া আছে, তা সম্পূর্ণ করার জন্য এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছি।'
মুম্বই হামলা ও তাহাউরের যোগ
⛎যে তাহাউরকে ভারতে আনা হবে, তার বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) সঙ্গে যোগাযোগের অভিযোগ আছে। চার্জশিট অনুযায়ী, মুম্বই হামলার সপ্তাহদুয়েক আগে (২০০৮ সালের ১১ নভেম্বর) ভারতে এসেছিল তাহাউর। ২১ নভেম্বর পর্যন্ত ভারতে ছিল। মুম্বইয়ের পোয়াইয়ের একটি হোটেলে দু'দিন ছিল। হেডলির সঙ্গে রানার ইমেল চালাচালির প্রমাণও মিলেছে। একটি ইমেলে তাহাউরের থেকে মেজর ইকবালের ইমেল আইডি চেয়েছিল হেডলি। যে মেজর ইকবাল পাকিস্তানি গুপ্তচর সংস্থার লোক। আর মুম্বই হামলার অভিযুক্তের তালিকায় তার নাম আছে। যে মুম্বই হামলায় কমপক্ষে ১৬৬ জনের মৃত্যু হয়েছিল।
🎃আর সেই জঙ্গিকে নিজেদের হাতে পাওয়ার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ভারত এবং আমেরিকা। আমরা একমত যে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য কঠোর পদক্ষেপ করতে হবে। যা সীমান্তের ওপার থেকে ছড়িয়ে পড়ছে। আমি প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞ যে ২০০৮ সালে ভারতের নরসংহারে লিপ্ত অভিযুক্তকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের আদালত উপযুক্ত পদক্ষেপ করবে।'