ভারতকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দেবে আমেরিকা। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘এই বছর থেকে ভারতের প্র😼তিরক্ষার সরঞ্জাম বিক্রির অঙ্কটা কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করব আমরা। ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান (স্টেলথ) প্রদানের পথটা প্রশস্ত করছি আমরা।’ যদিও সেই বিষয়টি নিয়ে মোদী নির্দিষ্টভাবে কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, 'ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকা। কৌশলগত এবং আস্থাভাজন সঙ্গী হিসেবে যৌথভাবে (প্রতিরক্ষা সরঞ্জাম) তৈরি, প্রযুক্তি হস্তান্তরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আগামিদিনে নয়া প্রযুক্তি ও সরঞ্জামের কারণে আমাদের ক্ষমতা বৃদ্ধি পাবে।
‘আগ্রাসী’ অপারেশন চালাতে এফ-৩৫ যুদ্ধবিমানের জুড়ি মেলা ভার
আর ভারতকে যে এফ-৩৫ বিক্রি করার জন্য সলতে পাকানোর কাজ শুরু করেছেন ট্রাম্প, তা পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ‘স্টেলথ’ যুদ্ধবিমান। ‘আগ্রাসী’ অভিযান চালানোর কথা মাথায় রেখে সেই যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা নীতির সঙ্গে সাযুজ্য রেখে ‘অ্যাꦯটাকিং’-র (আক্রমণ) ভূমিকা পালন করতে এফ-৩৫ যুদ্ধবিমানের জুড়ি মেলা ভার।
আরও পড়ুন: 'বায়ুসেনায় যে কেন যোগ দিলাম 𒐪না', এয়ার চিফের সঙ🥀্গে তেজসে সেনা প্রধান
শত্রু দেশে ‘অপারেশন’ চালাতে ওস্তাদ এফ-৩৫ যুদ্ধবিমান!
শত্রুপক্ষের কড়া নজরদারি এড়িয়ে ‘অপারেশন’ চালানো, শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশানা এবং দূর থেকে আক্রমণ চালানোর মতো কাজে দক্ষ এফ-৩৫ যুদ্ধবিমান। যে যুদ্ধবিমানকে র্যাডারে কার্যত ধরা যায় না। আর সেটার কারণে সকলের নজর এড়িয়ে শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে গিয়ে আক্রমণ চালানো, শত্রু✤পক্ষের ডেরায় গিয়ে গোপন তথ্য় সংগ্রহ করে নিয়ে আসতে পারে।
রাশিয়ার সুখোই-৫৭ যুদ্ধবিমান কেনারও সুযোগ আছে ভারতের কাছে
এমনিতে এফ-৩৫ যুদ্ধবিমান ছাড়াও ভারতের হাতে অন্য ফাইটার জেট (রাশিয়ার সুখোই-৫৭ যুদ্ধবিমান) কেনার বিকল্পও🐻 আছে। দুটিই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হলেও আলাদা-আলাদা ভূমিকা পালনের জন্য সেগুলি তৈরি করা হয়েছে। যে দুটি দিনকয়েক কর্ণাটকের বেঙ্গালুরুতে ‘অ্যারো ইন্ডিয়া শো’-তেও এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে, ভারত যদি ‘আগ্রাসী’ নীতি ধরে এগিয়ে যেতে চায়, তাহলে লকহেড মার্টিনের এফ-৩৫ যুদ্ধবিমান দুর𒁏্দান্ত বিকল্প হবে।
আরও পড়ুন: ১ লাখ কোটি টাকার চুক্তি প্রায় পাকা, ফ্রান্স থেকে ২৬ রাফ💖াল ছাড়াও 🌟ভারতে আসবে ৩ সাবমেরিন
আর ভারত যদি ‘ডিফেন্সিভ’ নীতির পথে হাঁটে, তাহলে রাশিয়ার সুখোই-৫৭ যুদ্ধবিম♔ান একেবারে উপযুক্ত বলে সংশ্লিষ্ট মহলের মতে। ওই মহলের মতে, সেটিও আর ‘অ্যাটাকিং’ না হয়ে ‘ডিফেন্সিভ’ কাজে রাশিয়ার ফাইটার জেটের জুড়ি মেলা ভার। এমনকী এফ-৩৫ যুদ্ধবিমানকে বহু দূর থেকে ‘ট্র্যাক’ করে ফেলতে পারবে। আবার মার্কিন যুদ্ধবিমানের থেকে সুখোই ৫৭ ফাইটার জেটও অনেক সস্তা।