কিছুক্ষণ আগেই ‘প্রতিশোধমূলক’ শুল্ক চাপানো নিয়ে হুঁশিয়ারি দেন। আর তারপর দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে আরও একধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আলোচনার টেবিলে দরকষাকষির ক্ষেত্রে তাঁর থেকেও ‘টাফ’ হলেন ভারতের প্রধানমন্ত্রী। দরকষাকষির ক্ষেত্রে তাঁর সঙ্গে টেক্কা দিতে পারেন না। কারণ এক ইঞ্চিও জমি ছাড়েন না মোদী। এমনকী পরিস্থিতি এমনই যে দরকষাকষির নিরিখে ভারতের প্রধানমন্ত্রীর কাছে তিনি লড়াইটাও দিতে পারেন না বলে স্বীকার করে নেন ট্রাম্প। যিনি ম𒆙োদীকে নিজের বই ‘আওয়ার জার্নি টুগেদার’-ও উপহার দেন। যে বইয়ে 'হাউডি মোদী' (আমেরিকায় মোদী ꧒ও ট্রাম্পের সভা) এবং 'নমস্তে ট্রাম্প'-র (ভারতে মোদী ও ট্রাম্পের সভা) ছবিও আছে। সেইসঙ্গে ২০২০ সালে ভারত সফরে এসে তাজমহলে যাওয়ার ছবিও উপহার দিয়েছেন মোদীকে।
‘মোদী আমার খুব ভালো বন্ধু’, দরাজ সার্টিফিকেট ট্রাম্পের
তারইমধ্যে শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) ট্রাম্প দাবি করেন, জো বাইডেনের প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক তেমন ভালো ছিল না। ক𒈔িন্তু তাঁর আমলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে। ট্রাম্পের কথায়, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদী (যে আমেরিকায় এসেছেন), সেটা দুর্দান্ত ব্যাপার। দীর্ঘদিন ধরেই উনি আমার খুব ভালো বন্ধু। আমাদের দারুণ সম্পর্ক ছিল। ওই চার বছরে (আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম শাসনকাল - ২০১৬ সাল থেকে ২০২০ সাল) আমরা সেই দারুণ সম্পর্কটা বজায় রেখেছিলাম। আর আমরা ফের সেটা শুরু করেছি।’
ট্রাম্পের থেকে কী শিখেছেন? খোলসা করলেন মোদী
একই আশাপ্রকাশ করেছেন মোদী। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত রসায়ন যে কতটা ভালো, তা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে একটা জিনিস শিখেছি, সেটা🦋 হল যে ট্রাম্প সবসময় দেশের স্বার্থকে সবথেকে উপরে রাখেন। তাঁর মতোই আমি যে কোনও কিছুর থেকে ভারতের জাতীয় স্বার্থকে সবথেকে উপরে রাখি।'
MAGA ও MIGA মিলিয়ে আসবে সমৃদ্ধি, দাবি মোদীর
সেই রেশ ধরেই মোদী জানান যে দুই রাষ্ট্রনেতার হাত ধরে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দু'দেশ। মোদীর কথায়, ‘আমেরিকার মানুষ তো খুব ভালোভাবেই MAGA-র কথা জানেন - মেক আমেরিকা গ্রেট এগেন (ট্রাম্পের নির্বাচনী প্রচারের স্লোগান)। আর ভারতীয়রা বিকশিত ভারত ২০৪৭ (মিশনের) দিকে এগিয়ে চলেছেন।𝓡 আ𝄹মেরিকার ভাষায় সেটা হল - মেক ইন্ডিয়া গ্রেট এগেন (MIGA)। যখন আমেরিকা এবং ভারত একইসঙ্গে কাজ করে, তখন এই MAGA এবং MIGA জুড়ে হয়ে যায় সমৃদ্ধির জন্য মেগা জোট।’