Air Pollution: কুয়াশার সঙ্গে ধোয়াঁ মিশে 'ভ্যানিশ' তাজমহল, বায়ুদূষণের জেরে দিল্লি সহ উত্তর ভারত কার্যত গ্যাস চেম্বার
1 মিনিটে পড়ুন Updated: 14 Nov 2024, 01:42 PM ISTধোঁয়াশায় ‘ভ্যানিশ’ তাজমহল! বায়ু দূষণের জেরে দিল্লির AQI প🐽ার করল ৪০০ র অঙ্ক।
ধোঁয়াশায় ‘ভ্যানিশ’ তাজমহল! বায়ু দূষণের জেরে দিল্লির AQI প🐽ার করল ৪০০ র অঙ্ক।
বায়ুদূষণের জেরে কার্যত গোটা উত্তর ভারত পরিণত হয়েছে গ্যাস চ্যাম্বেরে। বৃহস্পতিবারের সকালে দিল্লির ঘুম ভেঙেছে প্রবল ধোঁয়াশার মাঝে। এদিকে, উত্তর প্রদেশের আগরায় তাপমাত্রার ন্যূনতম অঙ্ক ছিল ১৭ ডিগ্রি। তারই মাঝে আগ্রার গর্ব তাজমহল ঢেকে ফেলে ধোঁ♛য়াশা। বায়ুদূষণের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এই ধোঁয়াশা হঠাৎই ভ্যানিশ করে দেয় আগ্রার গর্বের তাজমহলকে। ফলে তাজমহলের বাগানে ঢুকলে অনেক গাছগাছালি দেখা গেলেও, সোজা তাকালে আর দেখা যাচ্ছে না তাজমহলকে।
আগ্রার বায়ু দূষণের পরিস্থিতি এদিন সকাল থেকেই মাঝারি অবস্থায় ছিল। আগ্রায় এদিন একিউআই এর অঙ্ক ১৯৩ ছিল। আগ্রার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার ধারা আপাতত আগ্রাকে ছাড়বে না। গভীর কুয়াশা সোমবার পর্যন্ত জড়িয়ে রাখবে আগ্রাকে। মনে করা হচ্ছে, এই তুমুল কুয়াশার সঙ্গে ধোঁয়ার মিশে যাওয়ায় যে অবস্থা তৈরি হয়েছে, তার নেপথ্যে রয়েছে খড় পোড়ানোর ঘটনা। উত্তর ভারতের একটা বিশাল এলাকা জুড়ে রয়েছে এই খড় পোড়ানোর রীতি। যা বায়ুদূষণে একটি বড় তাৎপর্যপূর্ণ উপাদান। এই খড় পোড়ানো নিয়ে আইন🌞ত জরিমানা ধার্য করা হয়েছে। সেই জরিমানার অঙ্ক গত সপ্তাহেই বাড়িয়েছে কেন্দ্র। তবে তারপরও পরিস্থিতি উদ্বেগের হয়ে রয়েছে।