NDTV কিনে নেওয়া কোনও ব্যবসায়িক 🐠মুনাফার সুযো𒁏গ নয়। বরং এটি একটি 'কর্তব্য' হিসাবে দেখছেন গৌতম আদানি। সংবাদমাধ্যমের অধিগ্রহণ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এমনটাই বললেন আদানি গোষ্ঠীর প্রধান। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে এই বক্তব্য রাখেন তিনি।
চলতি বছর অগস্টের শেষেই NDTV অধিগ্রহণের দিকে এগোতে শুরু করে আদানি গোষ্ঠী। এদি🌊কে এই অধিগ্রহণকে ভাল চোখে দেখছেন না অনেকে। একই মত অবিজেপি রাজনীতিবিদদেরও। তাঁদের আশঙ্কা, এর ফলে NDTV-র সম্পাদকীয় নিরপেক্ষতা আগামিদিনে বিনষ্ট হতে পারে। সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার বাকস্বাধীনতা হারাতে হতে পারে, আশঙ্কা তাঁদে🅰র।
সরাসরি এই প্রসঙ্গতেই মুখ খুললেন গৌতম আদানি। তিনি বলেন, 'স্বাধীনতা মানে হল, সরকার যদি কিছু ভুল করে থাকে, আপনি নির্ভয়ে বলবেন যে সেটি ভুল। কিন্তু একইসঙ্গে, এই সাহসটাও থাকা উচিত্ যে, সরকার যখন সঠিক কাজ করে, সেটি তুলে ধরা। সেটিও তোমাকে তুলে ধরতে হবে।' আরও পড়ুন: চার বছরের মনুশ্রীর হার্ট অস্ত্রোপচারের ꩵখরচ দেবেন গৌতম আদানি
গৌতম আদানি এই বিষয়েও আশ্বাস দেন যে, তিনি এনডিটিভি-র মালিক-প্রতিষ্ঠাতা প্রণয় রায়কেই মূল সম্পাদকের ক🦹্ষমতায় রাখবেন। অধি🎃গ্রহণের ফলে তাঁর পদে কোনও প্রভাব পড়বে না।
NDTV ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। স্বামী-স্✅ত্রী দল প্রণয় রায় এবং রাধিকা রায়ের মালিকানাধীন এটি। NDTV এর আগে জানিয়েছিল যে, আদানি গ্রুপের এই পদক্ষেপ একেবারেই আকষ্মিক। সংস্থার বিবৃতি অনুযায়ী, 'এনডিটিভি-র প্রতিষ্ঠাতাদের কোনও ইনপুট দেওয়া, কথোপকথন বা সম্মতি ছাড়াই এই পদক্ষেপ করা হয়েছে।'
গত ২৩ অগস্ট আদানি গোষ্ঠী বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড (VCPL) নামে এক সংস্থা অধিগ্রহণ করে। এরপরেই NDTV-র ২৯.১৮% অংশীদারিত্ব পরোক্ষভাবে চলে আসে আদানি গোষ্ঠীর হাতে। কেন? কারণ এই VCPL-এর হাতেই RRPR-এ কনভার্টিবেল ডিবেঞ্চার ছিল। তার বিনিময়েই VCPL থেকে ঋণ নিয়েছিল রাধিকা এবং প্রণয় রায়ের সংস্থা। অন্যদিকে আইনি নিয়ম মেনে আদানি গ্রুপ খোলা বাজার থেকে আরও ২৬% শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে বিশদে জানতে পড়ুন: নিয়মে গলদ দেখিয়ে আদানির অধিগ্রহণ রুখতে মরিয়া এনডিটিভি