বাংলা নিউজ >
ঘরে বাইরে >
পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে, সাফ জানালেন রাজনাথ
Updated: 28 Jan 2020, 02:25 PM IST
HT Bangla Correspondent
কর্নাটকের ম্যাঙ্গালুরুতে জনসভায় ভারতের পাকিস্তান র... more
কর্নাটকের ম্যাঙ্গালুরুতে জনসভায় ভারতের পাকিস্তান রণনীতির কিছুটা ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন ভারত-পাকিস্তানের মধ্যে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। রাজনাথ বলেন যে অনেকে তাঁকে জিজ্ঞেস করেন কি হবে পিওকে-র। কবে হবে। প্রতিরক্ষামন্ত্রী মনে করিয়ে দেন যে সংসদ আগেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণ জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।৩৭০ ধারার অবলুপ্তির প্রসঙ্গে রাজনাথ বলেন যে এখন যখন জম্মু-কাশ্মীরের কাজ মিটে গিয়েছে, এবার পাকিস্তানের সঙ্গে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। জম্মু-কাশ্মীরে উন্নয়নে অনেক উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন রাজনাথ। তিনি বলেন, এতটা উন্নত হবে কাশ্মীর যে পড়শি দেশেরা ঈর্ষান্বিত হয়ে পড়বে। পাক অধিকৃত কাশ্মীরের লোকজন ভারতের অংশ হতে চাইবেন বলেও পূর্বাভাস করেন প্রতিরক্ষামন্ত্রী। কিছুদিন আগে সেনাপ্রধান নারাভানে বলেন যে সরকার চাইলে তাঁরা যথাযথ ব্যবস্থা নিতে পারেন পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।