দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার বাজারে এল টাটা অ্যালট্রোজ (Tata Altroz)। যার দাম শুরু হচ্ছে ৫.২৯ লাখ টাকা থেকে (সারা ভারতের শোরুম🤡ের দাম)।
পাঁচটি মডেলের অ্যালট্রোজ বাজারে এনেছে টাটা মোটরস। সেগুলি হল XE, XM, 𒉰XT, XZ ও XZ মডেল। পেট্রল ও ডিজেল - দুটি ক্ষেত্রেই পাঁচটি মডেল পাওয়া যাবে।
পেট্রলে চলা মডেলের দাম –
১) টাটা অ্যালট্রোজ ১.২ লিটার রেভোট্রন ꩲXE (Tata Altroz 1.2ꩵ litre Revotron XE) : ৫.২৯ লাখ।
২) টাটাꦅ অ্যালট্রোজ ১.২ লিটার রেভোট্রন XM (Tata Altroz 1.2 litre Revotron X🃏M): ৬.১৫ লাখ।
৩) টাটা অ্যালট্রোজ ১.২ লিটার 🎃রেভোট্রন XT (Tata Altroz 1.2 litꦛre Revotron XT) : ৬.৮৪ লাখ।
৪) টাটা অ্যালট্রোজ �♈�১.২ লিটার রেভোট্রন XZ (Tata Altroz 1.2 litre Revotron XZ) : ৭.৪৪ লাখ।
৫) টাটা অ্যালট্রোজ ১.২ লিটার রেভোট্রন XZ(O) [Tata Altroz 1.2 litre Revotron XZ(O)] 🌸: ৭.৬৯ লাখ।
ডিজেলে চলা মডেলের দাম :
১) টাটা অ্যালট্রোজ ১.৫ লিটার রেভোটর্ক X💦E (Tata Alt🐼roz 1.5 litre Revotorq XE) : ৬.৯৯ লাখ।
২) টাটা 𓆉অ্যালট্রোজ ১.৫ লিটার রেভোটর্ক XM (Tata Altroz 1.5-litre Revotorq XM) : ৭.৭৫𓂃 লাখ।
৩) টাটা অ্যালট্রোজ ১.৫ লিটার রেভোটর্ক XT (Tata𓄧 Altroz 1.5-litre Revotorq XT) : ৮.৪৪ লাখ।
৪) টাটা অ্যালট্রোজ ১.৫ লিটার রেভোটর্ক XZ (Tata Altroz 1.5-litr꧋e Revotorq XZ) : ৯.০৪ লাখ।
৫) টাটা অ্যা🌺লট্রোজ ১.৫ লিটা𝔉র রেভোটর্ক XZ(O) [Tata Altroz 1.2 litre Revotron XZ(O)] : ৯.২৯ লাখ।
এক স🔜প্তাহ আগেই গ্লোবাল নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগামের ক্র্যাশ টেস্টে পাঁচে পাঁচ পেয়েছিল টাটা অ্যালট্রোজ। টাটা নেক্সনের পর ভারতে তৈরি দ্বিতীয় গাড়ি হিসেবে এই নজির গড়েছে টাটার নতুন গাড়ি।
এক সপ্তাহ আগেই গ্লোবাল নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগামের ক্র্যাশ 🧸টেস্টে পাঁচে পাঁচ পেয়েছিল টাটা অ্যালট্রোজ। টাটা ন༒েক্সনের পর ভারতে তৈরি দ্বিতীয় গাড়ি হিসেবে এই নজির গড়েছে টাটার নতুন গাড়ি।
দুটি বিএস ৬ ইঞ্জিন রয়ে💃ছে অ্যালট্রোজে। একটি ১.২ লিটার পেট্রল মোটর ৮৬ হর্স পাওয়ার (hp) ও ১১৩ Nm টর্ক তৈরি করে। অন্যদিকে, একটি ১.৫ ডিজেল মোটর ৯০ হর্স পাওয়ার (hp) ও ২০০ Nm টর্ক উৎপাদন করে। ফাইভ-স্পিড ম্যানুয়েল ট্রান্সমিশনের সুবিধা মিলবে টাটার নতুন গাড়িতে। ডুয়াল ক্লাচ অটোমেটিক গিয়ার বক্সের উপর কাজ চালাচ্ছে টাটা। তা চলতি বছরের দ🌞্বিতীয় ভাগেই বাজারে আসবে।
মারুতি সুজুকি ব্যালেনো✅, হন্ডা জ্যাজের মতো গাড়িগুলির সঙ্গে লড়াই টাটা অ্যালট্রোজের। যে গাড়িগুলির দাম ৫.৪৫ লাখ থেকে ৯.৩৪ লাখ টাকার মধ্যে। (দিল্লিতে শোরুমের দাম)
টাটা মোটরসের আলফা (ALFA- Agile, Light, Flexible and Advanced) প্𝔉ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে অ্যালট্রোজ।