♏শনিবার🔜, ৮ মার্চ থেকে প্যাসেঞ্জার গাড়ির দাম বৃদ্ধি করছে Tata Motors । শুক্রবারই এ বিষয়ে ঘোষণা করেছে সংস্থা। গড়ে ১.৮% করে দাম বৃদ্ধি করা হচ্ছে। মডেল ও ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে দাম বৃদ্ধি হচ্ছে।
তবে, ৭ মে বা তার আগে পর্যন্ত যাঁরা গাড়ি বুক করেছ𝄹েন, তাঁদের ক্ষেত্রে দামের কোনও পরিবর্তন হচ্ছে না।
গত জানুয়ারিতেই দাম বৃদ্ধির কথা প্রথম জানিয়েছিল টাটা মোটর্স। সংস্থার প্যাসেঞ্জার ভিহেকল বিজনেস সংক্রান্ত প্রেসিডেন্ট শৈলেশ চন্দ্র জ🍎ানান, ‘প্রয়োজনীয় কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণে প্যাসেঞ্জার ভিহেকলের দাম বৃদ্ধি করা হচ্ছে। তবে, ৭ মের' আগে যাঁরা বুকিং করেছেন, তাঁদের ক্ষেত্রে এর কোনও প্রভাব হবে না।’
কী কারণে গাড়ির দাম বৃদ্ধি হচ্ছে?
চলতি বছরে বেশ কিছু স✱ংস্থাই তাদের গাড়ি, মোটরসাইকেলের দাম বৃদ্ধি করেছে। এবাꦓর সেই পথেই হাঁটল Tata Motors ।
মূল🍸ত স্টিল, বিভিন্ন দামি ধাতু, কাঁচামাল ইত্যাদির মূল্যবৃদ্ধির কারণেই দাম বাড়ান✨ো হয়েছে বলে জানিয়েছে Tata Motors ।
একইভাবে গত ১৬ এ෴প্রিল গাড়ির দাম বৃদ্ধি করেছে Maruti Suzuki । দিল্লিতে এক্স-শোরুম দামে ১.৬% গড়ে দাম বৃদ্ধি করা হয়েছে।