আবার মাঝ আকাশে বিমানে প্রচন্ড ঝাঁকুনি। সিডনি থেকে অকল্যান্ড যাচ্ছিল LATAM বিমানটি। সোমবার তার জেরেই বিমানে প্রবল ঝাঁকুনি শুরু হয়ে যায়। এএফপি সূত্রে খবর। চিলির বিমান সংস্থা LATAM Airlines। ফ্লাইট LA800। সেই বিমানটি সিডনি থেকে অকল্যান্ডের দিকে যাচ্ছিল। সেই সময় বিমানটিতে টেকনিকাল কিছু সমস্যা দেখা দেয়। তার জেরে শুরু হয় ঝাঁকুনি( Turbulance) ।তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সূচি অনুসারেই অকল্যান্ড বিমানবন্দরে নেমেছিল। এদিকে সেন্ট জন অ্য়াম্বুল্যান্সের নিউজিল্যান্ডের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরে অ্যাম্বুল্যান্স রাখা ছিল। অন্তত ১৩জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানানো হয়েছে, ৩.৫৮ মিনিটে আমাদের জানানো হয়েছিল। পাঁচটি অ্য়াম্বুল্যান্স পাঠানো হয়েছিল। বলা হয়েছে সব মিলিয়ে ৫০জন রোগীর চিকিৎসা করা হয়েছে। তবে একজন মাত্র রোগীর শারীরিক পরিস্থিতি কিছুটা গুরুতর ছিল। এদিকে বিমানসংস্থার তরফে বলা হয়েছে, এই পরিস্থিতির জন্য বিমানযাত্রীদের যে সমস্যা হয়েছিল তার জন্য় আমরা ক্ষমা চাইছি। এদিকে এর আগে ২০২২ সালে এয়ার টার্বুল্যান্সের ঘটনা হয়েছিল। মুম্বই থেকে দুর্গাপুরের দিকে আসছিল স্পাইস জেটের বিমান। আর তখনই মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্সের জেরে বিমানে ঝাঁকুনি শুরু হয়ে যায়। এর জেরে একাধিক যাত্রী আহতও হয়েছিলেন। অনেকের মাথায়, শিরদাঁড়ায় চোট লেগেছিল। এদিকে এই ঝাঁকুনির কারণ নিয়েও নানা কথা উঠে আসছে। তবে এনিয়ে তদন্তের কথা জানিয়েছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টুইট করে তিনি জানিয়েছিলেন, 'দুর্গাপুরে নামার আগে এই টার্বুল্যান্স হয়েছিল। আর তাতে যাত্রীরা যে আহত হয়েছেন তা দুর্ভাগ্যজনক। ডিজিসিএ এনিয়ে টিম তৈরি করেছে। তাঁরা তদন্ত করে দেখবেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।এদিকে সেই সময় একটি ভিডিয়ো সামনে এসেছিল। টার্বুল্যান্সের সময় বিমানের কী পরিস্থিতি ছিল সেই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল সেই সময়। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে অভিযোগ উঠেছে সেই সময় সিটবেল্ট বেঁধে রাখার কথা বলা হলেও একাধিক যাত্রী তা করেননি। এমনকী সেই সময় এক বিমান সেবিকা খাবারের ট্রলি নিয়ে ছিলেন। এনিয়েও প্রশ্ন উঠেছে। এমনকী হ্যান্ড লাগেজগুলিও নির্দিষ্ট জায়গা থেকে পড়ে গিয়েছিল। এর জেরেও আহত হয়েছেন কয়েকজন যাত্রী। সব মিলিয়ে প্রায় ১৪জন যাত্রী জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাইলটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।মহম্মহ ইমামুদ্দিন নামে এক যাত্রী বলেছিলেন, মুম্বই থেকে আসছিলাম। দুর্গাপুরে নামার আগে প্রথমে হালকা ঝাঁকুনি। এরপর জোর ঝাঁকুনি শুরু হয়ে যায় বিমানে। কী করব বুঝতে পারছিলাম না।