শনিবার থেকে আবার চলতে শুরু করল তেজস এক্সপ্রেস। করোনা পর্ব কাটিয়ে ফের শুরু যাত্রা।আইআরসিটিসি জানিয়েছে, শনিবার থেকে আহমেদাবাদ-মুম্বই এবং লক্ষ্ণৌ-নয়াদিল্লি তেজাস এক্সপ্রে𝔍স চালু হবে।
আইআরসিটিসির প্রদত্ত তথ্যানুযায়ী, ট্রেন নম্বর 82901/82902 আহমেদাবাদ-মুম্বই-আহমেদাবাদ এবং ট্রেন নম্বর 82501/82502 লক্ষ্ণৌ-নয়াদিল্লি-লক্ষ্ণৌ সপ্তা🌱হে ৪ দিন চলবে। প্রতি সোম, শুক্র, শনি এবং রবিবার চলবে এই দুটি ট্রেন। যাত্রীরা IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট irctc.co.in অথবা IRCTC Rail Connect অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।
করোনার দ্বিতীয় ওয়েভের কারণে ভারতীয় রেল তে🐼জস এক্সপ্রেস চলা๊চল স্থগিত রেখেছিল।
২𒉰০১৯ সালের অক্টোবরে নয়াদিল্লি-লক্ষ্ণৌ তেজস এক্সপ্রেস চালু হয়েছিল। এটিই প্রথম ট্রেন যা সম্পূর্ণ রূপে IRCTC দ্বারা পরিচালিত। যাত্রার সময় ৬ ঘণ্টা। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বিভি♔ন্ন আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই ট্রেনে। তাছাড়া এই ট্রেনের টিকিট কাটলে বিনামূল্যে ২৫ লক্ষ টাকার রেল ট্র্যাভেল বীমা দেওয়া হয় যাত্রীদের।
আহমেদাবাদ-ম𒈔ুম্বাই রুটটি ২০ꦓ২০ সালের জানুয়ারিতে চালু হয়। এতে ২টি এক্সিকিউটিভ ক্লাস রয়েছে। এর প্রত্যেকটিতে ৫৬ টি আসন রয়েছে।
এছাড়া ৮টি চেয়ার বগি রয়েছে। যার প্রত্যেকটিতে ৭৮টি 🀅করে আসন রয়েছে। তেজসে যাত্রীদের সুস্বাদু খাবার এবং পানীয় সরবরাহ করা হয়। এর দাম টিকিট ভাড়ার মধ্যেই ধরা থাকে। প্যাকেজড জলের বোতল ছাড়াও রয়েছে ওয়াটার ফিল্টারও। এই ট্রেনের য🐭াত্রীদেরও বিনামূল্যে ২৫ লক্ষ টাকার রেল ট্র্যাভেল বীমা দেওয়া হয়।