যত দিন এগোচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে ততই দেশের বিরোধী নেত্রী হয়ে উঠছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ🍒্যায়। বিজেপি ‘একনায়কতন্ত্র’ চালাচ্ছে—এই অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন। এবার সংসদে শব্দের উপর বেড়ি পরানো হচ্ছে। তার প্রতিবাদে সংসদে বিরোধী দলগুলিকে এককাট্টা করতে উদ্যোগী হলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। তাই তিনি বাংলার মুখ্যমন্ত্রী–সহ কয়েকজনকে ফোন করেছেন বলে সূত্রের খবর।
ঠিক কী জানা যাচ্ছে? সূত্রের খবর, সংসদের আস𝓰ন্ন অধিবেশনে বিরোধীরা একজোট হয়ে যাতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ায় তার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–নেত্রীদের সঙ্গে কথা বলেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছেন কেসিআর। এমনকী এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব–সহ বিরোধী একাধিক নেতার সঙ্গেও কথা বলেছেন। ফোনে বেশ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ১৮ জুলাই সংসদের অধিবেশন শুরু হচ্ছে। সেখানে বিজেপির বিরুদ্ধে যাতে প্রতিবাদ তীব্র করা যায় তা নিয়ে কথাবার্তা হয়েছে।
ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস? এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত 🌃রায় বলেন, ‘সিংহ বদলের পর মোদী গর্জন করছেন। আসলে সাংসদদের আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা মানুষের কথা তুলে ধরবই সংসদ ভবনে। কেꦜন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে।’