দক্ষিণ ভারতেসাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মুলুগু জেলায় গোদাবরী নদী প্লাবিত হয়েছে। কুমিরের দল তাই এসে পড়েছে নদীপাড়ের স্থলভাগে। আর সেই কুমির শিকার করে গ্রেফতার হলেন এক ব্যক্তি। অভিযোগ চোরাশিকারীরা বন্যার সময় গোদাবরী নদীর তীরে উঠে আসা কুমিরটি শিকার করে। তারা কুমিরটিকে হত্যা করে তার মাংস বিক্রি করছিল।তেলেঙ্গানার বন কর্মকর্তারা প্রাণীটিকে হত্যা করার পর কুমিরের মাংস বিক্রি করার জন্য একজনকে গ্রেফতার করেছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মুলুগু জেলায় গ্রেপ্তার করা হয়েছে। একটি ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, নদীর প্রবল জলস্রোত থেকে বাঁচতেই নদীপাড়ে উঠে আসছিল কুমিরের দল। সেই সময়ই চোরাশিকারীরা একটি কুমিরকে ধরে। তারা পশুটিকে হত্যা করে তার মাংস বিক্রি করছিল বলেই অভিযোগ। বন্যপ্রাণী হত্যার দায়ে গ্রেফতার হওয়াই স্বাভাবিক ঘটনা।খবর পেয়ে সোমবার ওয়াজেদু মণ্ডলের চন্দ্রপাটলা গ্রামে অভিযান চালায় পুলিশ। কিন্তু এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পুলিশ আধিকারিকরা কুমিরের মাংস ও শরীরের বিভিন্ন অংশ বাজেয়াপ্ত করেছেন। একজন বনবিভাগের কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, তাঁরা তদন্ত শুরু করেছে এবং অন্যান্য চোরা শিকারীদের সন্ধানে রয়েছে। অবিরাম বর্ষণ ও বন্যার কারণে গোদাবরী ও কৃষ্ণা নদীর তীরে বেশ কিছু কুমির ঢুকে পড়েছিল। এরা বাসস্থান অধ্যুষিত নদীতীরে প্রবেশ করে রোদ্দুরে শুয়ে থাকছে। এরফলে স্থানীয় মানুষজনও বেশ উদ্বিগ। তাদেরকে কৃষিক্ষেত্র, পুকুর এবং অন্যান্য জলাশয়ে প্রবেশ করতে দেখা গেছে কিছু কুমিরকে, যা বাসিন্দাদের উদ্বিগ্ন করছে।ওয়ানাপার্টি, গাদওয়াল, নারায়ণপেট এবং মুলুগু জেলার কয়েকটি গ্রামের নদীর তীরবর্তী এলাকায় কুমিরগুলিকে দেখা গেছে। বন্যার প্রকোপ ও জলস্রোতের প্রাবল্য কমে এলেই এই কুমিরগুলি নিজেদের স্বাভাবিক বাসস্থানে ফিরে যাবে বলেই মনে করছেন প্রাণী বিশেষজ্ঞরা। নদীতীরে কুমিরের আশ্রয় নেওয়ার একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যা দেখে বিস্মিত নেটিজেনরা। কুমির মেরে মাংস বিক্রির খবর শুনে মর্মাহতও কেউ কেউ।