ঘটনা হায়দরাবাদের বানজারা হিলসের। সেখানে গত ২৪ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে বেশ কিছুটা আলোচনা শুরু হয়। সেখানে ট্রাফিক আইন ভাঙার পর এক মহিলাকে রাস্তার রোখেন হোমগার্ড। অভিযোগ, পাল্টা ওই মহিলা ট্রাফিক গার্ডের উপর হম্বিতম্বি করেন। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, মহিলা ও ট্রাফিক গার্ডকে মারধরও করেছেন। সব মিলিয়ে অস্বস্তিকর এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এস🎶েছে।
উল্লেখ্য, জাগুয়ার চালিয়ে হায়দরাবাদের বানজারা হিলসের রাস্তায় যাচ্ছিলেন ওই মহিলা। তিনি চলে যান ‘wrong rout’এ। এরপরই তাঁকে রাস্তায় এক ট্রাফিক গার্ড রুখে দেন। এরপর ওই ট্রাফিক গার্ডের সঙ্গেই উল্টে ওই মহিলা ঝগড়া করতে থাকেন। সেই ঝগড়া আর কথা কাটাকাটির ভিডিয়ো সদ্য ভাইꦐরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের পাড়ায়।
জানা গিয়েছে, ভাইরাল ওই ভিডিয়োয় যে মহিলাকে দেখা যাচ্ছে, তাঁর নাম শ্রীলতা। তাঁকে ওই বচসার 𝔍সময় বলতে শোনা যাচ্ছে, তিনি ছাড়াও বাকি অনেকেই ভুল রাস্তা দিয়ে যাচ্ছেন। শোনা যাচ্ছে, তিনি ট্রাফিক গার্ডকে বলছেন, তাঁর গাড়ির ছবি নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হোক। তিনি বলছেন, ‘যদি আমি ভুল রুটে এসে গিয়েছি, তাহলে আমি সেটা জানি।’
ফ্রি প্রেস জার্নালের খবর অনুযায়ী, ট্রাফিক গার্ড ভিগনেশকে মৌখিকভাবে অপমান করেছেন শ্রীলতা। যখনই ভিগনেশ ভিড় রাস্তায় শ্রীলতার গাড়ি আটকে দেন, তখনই তাঁকে মৌখিকভাবে অপমান করেন শ্রীলতা। বহু প্রত্যক্ষদর্শীর মতে, শ্রীলতা ক্রমাগত আগ্রাসন দেখাতে থাকেন। আশপাশে অনেকেই তাঁকে শান্ত হতে বললেও, শ্রীলতা নিজের ক্ষোভ, রাগ দেখাতে থাকেন। এরপর শ্রীলতার অভব্য আচরণ ভিডিয়ো বন্দি করতে থাকেন ভিগౠনেশ। সেই ঘটনা দেখে ক্ষোভে আরও ফুঁসে ওঠেন শ্রীলতা। বানজারা হিলসের ট্রাফিকের এসআই বলছেন, আধ ঘণ্টা ধরে শ্রীলতা এই ঝগড়া করে যান। এমনকি আপত্তিকর মন্তব্যও ওই ট্রাফিক গার্ডের প্রতি শ্রীলতা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ভিগনেশের অভিযোগের ভিত্তিতে শ্রীলতাকে এবার সমন পাঠাবে পুলিশ।