উৎসবের মরশুমে ফের একবার রক্তাক্ত কাশ্মীর। কাশ্মীরের বারামুলায় সেনার কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনায় এক নাগরিকের মৃত্যু হয়েছে। জানা গ💎িয়েছে, মৃত পেশায় পোর্টার ছিলেন। ঘটনায় দুই জওয়ান শহিদ হয়েছেন বলে খবর।
সদ্য কাশ্মীরে চলতি সপ্তাহে পর পর জঙ্গি হামলা হয়েছে। গান্দেরবাল, ত্রালে জঙ্গিরা গুলি চালিয়েছে। মৃতের সংখ্যা একꦡাধিক, এখনও অধরা সেই ঘটনার জঙ্গিরা। এরই মাঝে আরও একবার জঙ্গি হামলা কাশ্মীরে। ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
এদিকে, ভূস্বর্গে পর পর জঙ্গি হামলার মধ্যেই দিল্লি পৌঁছেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সদ্য তিনি দেখা করেছেন অমিত শাহের সঙ্গে। কথা হয়েছে জম্মু ও কাশ্মীরের রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া নিয়ে। সেই আলোচꦬনার মাঝেই ফের একবার উপত্যকায় এই রক্তপাত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে বারামুলায় সেনার কনভয় যাওয়ার সময় তখনই তার ওপর হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিকভাবে মুহূর্তে গুলিতে আহত হন🧸 ৪ সেনা জওয়ান, মৃত্যু হয় এক সাধারণ নাগরিকের। পরে জানা গিয়েছে ২ জওয়ান শহিদ হয়েছেন।
বৃহস্পতিবার সকালেই কাশ্মীরের ঘুম ভেঙেছে এক জঙ্গি হামলার খবরে। সকালে পুলওয়ামার ত্রালে বাতকুণ্ড এলাকায় এই গুল𝓡ি চালনা হয়। এদিন সকালে জঙ্গিদের গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রায় সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা। এর আগে, রবিবার গান্দেরবালে ৭ জনের মৃত্যু হয় জঙ্গিদের গুলিতে। তাঁদের মধ্যে ৬ জন ভিন রাজ্যের শ্রমিক ছিলেন। তাঁরা একটি নির্মাণ কাজের জন্য সেখানে কর্মরত ছিলেন। বেশিরভাগ শ্রমিকই ছিলেন বিহারের।
এরপর আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন ওমর আবদুল্লা। সূ♎ত্রের দাবি, কেন্দ্রের তরফে এই আশ্বাসও দেওয়া হয়েছে যে, জম্মু ও কাশ্মীরকে ফের রাজ্যের তকমা ফিরিয়ে দিতে উদ্যোগ নেবে কেন্দ্র। সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে,' খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই বৈঠক আধ ঘণ্টার জন্য হয়েছে। জম্মু ও কাশ্মীরের রাজ্যের তকমা ফেরাবার বিষয়ে কেন্দ্রের সম্পূর্ণ সমর্থনের কথা বলা হয়েছে।' ঘটনার নিন্দা করে ওমর লেখেন,'উত্তর কাশ্মীরের বুটা পাথরি এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলার বিষয়ে খুবই দুর্ভাগ্যজনক খবর যার ফলে কিছু হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছে। কাশ্মীরে সাম্প্রতিক হামলার ঘটনাটি গুরুতর উদ্বেগের বিষয়।'