আজ, রবিবার বাংলাদেশে ♌সাধারণ নির্বাচন শুরু হয়েছে। প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রে টানটান উত্তেজনায় চলছে ভোটগ্রহণ পর্ব। রবিবার সকাল ৮টা থেকে পদ্মাপারের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। যা চলবে বিকেল ৪টে পর্যন্ত। এই নির্বাচন যখন চলছে তখন দেশজুড়ে হরতাল ডেকেছে বিএনপি–সহ বিরোধীরা। সকাল🦋ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ভোট শুরু হতেই রাজধানী ঢাকার সিটি কলেজ কেন্দ্রে গিয়ে শেখ হাসিনা নিজের ভোট দেন। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট আসনের তারকা প্রার্থী তথা অভিনেতা ফিরদৌস আহমেদ। হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা এবং তাঁর পুত্র রাদওয়ান মুজিব ভোটকেন্দ্রে যান। তবে এখান থেকে শেখ হাসিনা বার্তা দেন, প্রধান বিরোধী দল ভোট বয়কট করেছেন। তাঁরা ‘জঙ্গি সংগঠন’।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে গণতান্ত্রিক রাখতে চান বলে আজ ভোটদান করার পর জানিয়েছেন। বিএনপি–সহ বাকি বিরোধীরা ভোট বয়কট করেছে। আর তাঁদের ব▨ার্তা, এই নির্বাচন না অবাধ, না নিরপেক্ষ। নৌকার জয় যে নিশ্চিত তা নিয়ে আশাবাদী শেখ হাসিনা। ভোট দিয়ে বেরিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের উপর আমার আস্থা আছে। আমার দলেরই জয় হবে সেটা আমি নিশ্চিত।’ বাংলাদেশে ২𒈔৮টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। তবে ভোটের প্রাক্কালে তপ্ত হয়ে উঠেছে মুজিবের দেশের নানা প্রান্ত।এই নির্বাচন বয়কট করেছে বিএনপি, জামাত–এ–ইসলামি, বাম জোটের মতো বিরোধী শিবির।
এদিকে আজ ভোট দিয়ে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হন শেখ হাসিনা এবং তাঁর দলের সদস্যরা। তখন শেখ হাসিনা বলেন, ‘বিএনপি হচ্ছে একꦍটা সন্ত্রাসবাদী সংগঠন।’ꩵ তাছাড়া ভোট বয়কট করার পাশাপাশি বাংলাদেশের নানা প্রান্তে অশান্তি শুরু করে বিরোধীরা বলে অভিযোগ। যশোরের বেনাপোল থেকে যাত্রী–সহ রাজধানী ঢাকাগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগানো হয়। কমলাপুর স্টেশন সংলগ্ন এলাকায় তার জেরে চারজনের মৃত্যু হয়েছে। পুড়ে যায় ট্রেনের তিনটি কামরা। সেই ঘটনায় বিএনপির সাতজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।
আরও পড়ুন: ‘দলের জন্ডিস–ক্যান্সার বলব’, শাহজাহানকে প্রকাশ্যে আক্রমণ করলেন সিদ্দিকুল্লﷺা
অন্যদিকে নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে হরতাল ডেকে দেয় বিরোধীরা। সেটা চলছে। তার মধ্যে চলছে নির্বাচন পর্বও। এই আবহে শেখ হাসিনা আজ বার্তা দেন, ‘অবাধ নির্বাচন শুরু হয়েছে। আর তা অব্যাহত রাখতে সকল জনগণকে বলছি, নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিন। আমি সর্বোচ্চ চেষ্টা করছি দেশে গণতন্ত্র বজায় রাখতে। তাই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হোক।’ আজ হরতাল (ধর্মঘট) শুরু করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। সেটা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚচলবে সোমবার পর্যন্ত। এই বিষয়ে শেখ হাসিনা রবিবার বলেন, ‘বিএনপি সন্ত্রাসবাদী দল। বাংলাদে🍸শের মানুষ তাঁদের হরতালের তালে নাচে না।’