বেౠতন মাসে ৬০ হাজার টাকা। সেই বেতনেই না কি আস্ত একটা হেলিকপ্টার কিনে ফেলেছেন এক সরকারি আধিকারিক। এমনই অভিযোগ উঠেছে বাংলাদেশের পিরোজপুরে। অভিযোগ, সেখানকার সড়ক বিভাগের দ্বিতীয় শ্রেণির আধিকারিক জাকির হোসেনের নামে রয়েছে হেলিকপ্টার। যদিও জাকির সাহেবের মাসিক বেতন ৬০ হাজার টাকা। ঘটনাটি প্রকাশ্যে আসতে তদন্ত শুরু করেছে সেদেশের দুর্নীতি দমন কমিশন। ওদিকে তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাকির সাহেꩲব।
আরও পড়ুন: ক্লাসে ছুরি হাতে পড়ুয়া শাসন প্রধান শিক্ষকের, তুমুল বিক্ষোꦬไভ অভিভাবকদের
পিরোজপুরে সড়ক বিভাগের হিসাবরক্ষকের দায়িত্বে রয়েছেন জাকির হোসেন। তাঁর বাড়ি বাংল🐷াদেসের বরগুনা জেলায়। পরিবারে রয়েছেন স্ত্রী, ২ বিবাহিত কন্যা ও এক নাবালক পুত্র। সড়ক বিভাগের দ্বিতীয় শ্রেণির এই আধিকারিকের মাসিক বেতন সব মিলিয়ে মাসিক ৬০ হাজার টাকা। এই বেতনে কী করে তিনি কী করে হেলিকপ্টারের মালিক হলেন তা নিয়ে শোরগোল পড়েছে বাংলাদেশজুড়ে। আর খবর ছড়াতেই তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, জাকির হোসেনের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেনামি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। তবে ⛦তাঁর নামে হেলিকপ্টার রয়েছে কি না তা নিয়ে এখনো নিশ্চিত নন তদন্তকারীরা। এব্যাপারে তথ্য পেতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে তারা।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের মুখে ফের NRC জুজু দেখানোর চ🐟েষ্টা মমতার
পিরোজপুরের সড়ক বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার তনভির আহমেদ জানিয়েছেন, 🐟জাকির হোসেনের নামে কোনও দুর্নীতি বা আচরণগত অভিযোগ তাঁর কাছে জমা পড়েনি। ওদিকে জাকির হোসেনের দাবি, তাঁর বিরুদ্ধে কেউ চক্রান্ত করছে। যার নামে কোনও গাড়ি নেই তার নামে হেলিকপ্টার থাকবে কী করে?