বিদেশে ব্যয়ের উপর উৎসে সংগৃহীত কর (TCS)-এর নিয়ম শিথিল করেছে অর্থ মন্ত্রক। আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। এর আগে সমস্ত ধরণের আন্তর্জাতিক লেনদেনে ২০% TCS কাটার নিয়ম ছিল। আরও পড়ুন: PIB Factcheck💎s Trinamool Leader: বিদেশে ক্রেডিট কার্ড লেনদেনে TCS কাটা নিয়ে ভুয়ো দাবি তৃণমূল নেতার, শুধরে দিল PIB
কিন্তু🗹 জনসাধারণের প্রবল প্রতিক্রিয়ার মুখে সরকার সেই নিয়ম শিথিল করে। বর্তমানে, ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে ৭ লক্ষ টাকা পর্যন্ত আন্তর্জাতিক লেনদেনে TCS কাটা হবে না। এর ফলে বিদেশে গিয়ে কার্ড ব্যবহার করে ছোটখাটো কেনাকাটা যেমন খাবার, স্থানীয় যাতায়াত, শপিং ইত্যাদিতে খরচ করা যেতে পারে। এই নয়া নির্দেশিকায় ডেবিট এবং ক্রেডিট কার্ডের ব্যবহারে সুবিধা তো পাবেনই। ফরেক্সেও সুবিধা হবে।
অর্থাত্, আগামী ১ জুলাই থেকে কোনও বৈদেশিক মুদ্রায় ফরেক্স কার্ড লোড করতে বা ট্রাভেলের আগে আপনি যে দেশে যাচ্ছেন, সেখানকার স্থানীয় মুদ্রඣা কেনার জন্য প্রথম লেনদেন থেকে ২০% টিসিএস ক্লেইম করা হবে। তবে আপনি অ্যাডভান্স ট্যাক্সের প্রেক্ষিতে TCS অ্যাডজাস্ট করতে পারেন। আয়কর রিটার্ন (ITR) ফাইল করার সময় তা পরে ফেরত পেয়ে যাবেন।
ফরেক্স কার্ড হল নগদ টাকার একটি ইলেকট্রনিক ভার্সান। এতে এক বা একাধিক বিদেশি মুদ্রার সাথে প্রি-লোড করা যায়। এরপর সব ধরনের পেমেন্ট করতে সাধারণ কার্ডের মতোই সোয়াইপ ক𒁏রা যায়। তাছাড়া বিদেশে🍌 নগদ টাকা তোলার জন্য সেখানে এটিএম-এও ব্যবহার করা যেতে পারে। সমস্ত বড় ব্যাঙ্ক এবং কিছু ফিনটেক কোম্পানি, যেমন BookMyForex-এর থেকে এই ফরেক্স কার্ড পাওয়া যায়।
ফরেক্স কার্ডের প্রাথমিক সুবিধা হল, এটি ডেবিট এবং ক্রেডিট কার্ডের সস্তা বিকল্প হিসাবে ধরা যেতে পারে। ফরেক্স কার্ডের একমাত্র বড় চা⭕র্জ হল কার্ড লোড করার সময় ফরেক্স মার্ক-আপ এবং ৫০-১৫০ টাকার রিলোডিং ফি। কিছু ফিনটেক সংস্থা আবার শূন্য মার্ক-আপ সহ কার্ডও অফার করে। তাতে কোনও রিলোডিং ফি লাগে না বলে জানিয়েছে BookMyforex।
অন্যদিকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে ব্যয়ের উপর প্রায় দ্বিগুণ চার্জ লাগে। কারেন্সি কনভার্সান ফি (বা ফরেক্স মার্কআপ) ২-৩.৫% এবং ফরেন ট্রানজাকশন ফি ৩.৭৫% পর্যন্তꦫ🦹 (উভয়েই GST অতিরিক্ত)। কিছু ব্যাঙ্ক যদিও আজকাল জিরো মার্কআপ ফি সহ ডেবিট এবং ক্রেডিট কার্ডের অফার দিতে শুরু করেছে। কিন্তু এই মার্ক-আপ বাদ গেলেও তা হয় পেমেন্ট নেটওয়ার্ক, নয় তো পার্টনার ব্যাঙ্ক চার্জ করে নেয়। অর্থাত্, কার্ড একেবারে ফ্রি বলা যাবে না।
হিসাব বলছে, সব মিলিয়ে ফরেক্স কার্ডের সাথে লেনদেন করার সময় অন্যান্য কার্ডের তুলনায় প্রায় ৫% কম ফি প্রদান করতে হয়। আরও পড়ুন: ৫১টি ক্রেডি💎ট কার্ড নিয়ে কী করছেন ম🍌ুর্শিদাবাদের সুমন্ত! ফ্রি গিফ্টের ফন্দিফিকির
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক