সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের জারি করা বিজ্ঞপ্তির ছবি। ভাইরাল ছবিতে ভুয়ো দাবি করা হচ্ছে যে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস হিন্দুদের ইসলামে ধর🎃্মান্তরিত করার জন্য বিভিন্ন নগদ পুরস্কার দেবে। আসলে ছবিটি এই ইসলামী সংস্থার একটি পুরোনো বিজ্ঞপ্তিকে বিকৃত করে তৈরি করা হয়েছে।
বুম দেখে ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়ো সাম্প্রদায়িক দাবি ছড়ানোর জন্য ডিজিটাল পদ্ধতিতে বিকৃত করা হয়েছে। উপরন্তু, আমরা বাংলা꧂দেশ জমঈয়তে আহলে হাদীসের মিডিয়া-ইন-চার্জ মোহাম্মদ জনি আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি স্পষ্ট করে জানান যে সংস্থাটি এ জাতীয় কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে যে জমঈয়তে আহলে হাদীস ব্রাহ্মণ মেয়েদের জন্য ৩০০০০০ টাকা, ভারতীয় বাঙালি মেয়েদের জন্য ২০০০০০ টাকা, নমশূদ্রের জন্য ৫০০০০ টাকা এবং পুরো পরিবারকে ইসলামে ধর্মান্🐠তরিত করার জন্য ৫০০০০০ টাকা নগদ পুরস্কার দেবে মুসলমানদের।
ভাইরাল পোস্টটি একজন ব্যবহারকারী ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সনাতনী বোনেরা নিজেদের রেট দেখে যান। নিচের উল্লেখিত বিজ্ঞপ্তির দরদাম বর্তমানে অনেকটাই বেড়ে গেছে প্রায় তিন গুণ! বর্তমানে একটি ব্রাহ্মণ মেয়ে 15 লক্ষ্য টাকায় বিক্রি করা হয়ে থাকে 🌺বিধর্মীদের দ্বারা! কলকাতার Airport লাগোয়া 7 Km. ব্যাসার্ধের মধ্যে যতগুলি Hotels রয়েছে OYO online booking এর দ্বারা বিদেশ থেকে আসা রাক্ষস চিন্তনের পুরুষরা, বিক্রি হয়ে যাওয়া সুন্দরী ভারতীয় নারীগুলোকে ভক্ষণ করে। সন্দেশখালি থেকেও আরো জঘন্য অবস্থা এয়ারপোর্ট লাগুয়া ক্ষেত্রগুলি। জাগো হিন্দু জাগো।’
পোস্টটি দেখুন , আর্কাইভ দেখুন ।
আরও একজন ব্যবহারকারী এই🅰 একই পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সনাতনী বোনেরা নিজেদের রেট দেখে যান।’
পোস্টটি দেখুন , আর্কাইভ দেখুন ।
তথ্য যাচাই বুম যাচাই করে দেখে যে ভাইরাল ছবিটি ভুয়ো এবং ছবিটি বাংলাদেশী ধর্মীয় সংস্থাট꧒ির একটি পুরানো বিজ্ঞপ্তিকে বিকৃত করে তৈরি করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সংস্থার নাম দেখ যায়।
আমরা সংস্থাটির নাম দিয়ে কিওয়ার্ড সার্চ করে তাদ🤡ের ওয়েবসাইটে ৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে পাই।
আমরা লক্ষ্য করি ২০২২ সালের মূল বিজ্ঞপ্তির রেফারেন্স নম্বরটি ভাইরাল ছবিতে উল্লিখিত রেফারেন্স নম্বরের সাথে মিলে যাচ্ছে। এর থেকে বোঝা যায় একটি বিদ্যমান বিজ্ঞপ্তিকে বিকৃত করে ভুয়ো ছবিটি 🐼তৈরি করা হয়েছে🍸।
আমরা দেখি মূল বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জমঈয়তꦺে আহলে হাদীসের পরিচালনা পরিষদের চতুর্থ সভায় মুসলিম নাগরিকদের মধ্যে কোরান ও হাদীস শিক্ষার প্রচারের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে ছিল। এছাড়াও, বিজ্ঞপ্তিটির মাধ্যমে সংস্থাটি দৈনিক অথবা সপ্তাহে অন্তত একদিন করে কোরান ও হাদীস ক্লাস তাদের অধীনে থাকা জেলার সম꧅স্ত মসজিদে চালু করার ঘোষণা করে ।
বুম বাংলাদেশ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মিডিয়া-ইন-চার্জ মোহাম্ম🍸দ জনি আহমেদের সাথে যোগাযোগ করে। তিনি ভাইরাল দাবি অস্বীকার করে বলেন যে সংস্থাটি এই ধরনের কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।
আহমেদ বুম বাংলাদেশকে বলেন, ‘জমঈয়তে আহলে হাদীস একটি অলাভজনক, অরাজনৈতিক, দ্বিনী দাওয়াত এবং তবলিগ সংগঠন। জমঈয়তের সুনাম নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতী ইচ্ছাকৃতভ🍰াবে ভুয়ো বিজ্ঞপ্তি তৈরি করেছে। সতর্কতার সাথে পরীক্ষা করলে স্পষ্ট বো﷽ঝা যায় বিজ্ঞপ্তিটি সম্পাদনা করা হয়েছে। জমঈয়তে আহলে হাদীস অফলাইন বা অনলাইন কোথাও এমন কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।’
(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ)
(এইꩵ খবরটি Boom দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি হিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।
প্রাথমিকভাবে প্রকাশিত খবরটি এখানে: )