এনকাউন্টারে দুষ্কৃতীকে খতম করেছিল পুলিশ। সেই নিহত অপরাধীর মেয়ের বিয়ে দিয়েই নজির গড়ল পুলিশ। ধুমধাম করে আয়োজন করা হল বিয়ের অনুষ্ঠান। কোনও রকমের খামতি রাখা হয়নি সেই অনুষ্ঠানে। খাওয়া দাওয🐷়া থেকে শুরু করে উপহার স🦩ব ব্যবস্থাই করেছিল পুলিশ। এরকমই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের জালাউন। এই বিয়েতে পুলিশ একবারে ‘কন্যাদায়গ্রস্ত’ পিতার ভূমিকা পালন করে।
আরও পড়ুনঃ সরকারি সুবিধা পেতে হবে তো! তাই তড়িঘড়🍎ি জামাইবাবুকেই বিয়ে করলেন মহিলা
জানা গিয়েছে, জালাউনের কোতোয়ালি এলাকায় ২০২৩ সালের মে মাসে হাইওয়েতে কর্তব্যরত পুলিশ কনস্ট❀েবল ভেদজিৎ সিংকে শিরচ্ছেদ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল রমেশ রাইকওয়ারের বিরুদ্ধে। কনস্টেবল খুনের ৪ দিনের মাথায় পুলিশ রমেশ এবং কাল্লু নামে দুই অপরাধীকে এনকাউন্টারে খতম করে। এদিকে, রমেশ অত্যন্ত দরিদ্র হওয়ায় তার দুই মেয়ের ও এক ছেলের ভরণপোষণের যাবতীয় দায়িত্ব নেয় জালা🍌উন পুলিশ। শনিবার সেই রমেশের বড় মেয়ে শিবানী রাইয়ের ধুমধাম করে বিয়ে দিয়েছে জালাউন পুলিশ। জানা গিয়েছে, তৎকালীন কোতোয়ালি থানার ইনচার্জ শিব কুমার রাঠোর এনকাউন্টারের পর রমেশের মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইমতোই কাজ করল পুলিশ।
শিবানীর বিয়ে ঠিক হয়েছিল ২ মার্চ। শিব কুমার রাঠোর এবং জালাউন পুলিশ বিয়ের জন্য যাবতীয় ব্যবস্থা করেছিল। শিব কুমার রাঠোর বর্তমানে ঝাঁসি জেলার প্রেম নগর থানার ইনচার্জ। তিনি বিয়ের জন্য জানকী প্যালেস ভাড়া করেন। বিয়ের বরযাত্রীকে স্বাগত জানানো থেকে শুরু করে এলাহী খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পুলিশ। শুধু তাই নয় শিবানীর বিয়েতে উপহারের ব্যবস্থা করেছে পুলিশ। তাকে টিভি, ফ্রিজসহ অনেক উপহার🐼ও দেওয়া হয়েছে।
কার্যত এই বিয়েতে নিজের দাদার মতো দায়িত্ব পালন করেছে পুলিশ। শিবানীর মা তারা দেবী জানান, স্ব♕ামীর মৃত্যুর পর একটাই চিন্তা ছিল মেয়ের বিয়ে কীভাবে দেবেন। কিন্তু, জালাউন থানা পুলিশ সব দায়িত্ব নেয়। গত এক বছরে শিব কুমার রাঠোর পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ। মেয়ের বিয়ের সময় এলে বড় ভাইয়ের মতো পাশে দাঁড়িয়েছিলেন ওই পুলিশ অফিসার। তাদের সহযোগিতায় এমন জমকালো বিয়ে সম্ভব হয়েছে বলেই তিনি দাবি করেছেন। জানা গিয়েছে, এই বিয়ের পুরো খরচ হয়েছিল ৫ লাখ টাকা। জালাউন পুলিশ এই পুরো খরচ বহন করেছে। জালাউন পুলিশ কর্মকর্তাদের আয়োজিত বিয়ের প্রসঙ্গে মৃতের স্ত্রী তারা দেবী ও মেয়ে শিবানী জানান, এই বিয়েতে তারা খুবই খুশি। এই বিয়ের পুরো আয়োজন জালাউন পুলিশ 💧করেছে।