আয়োজিত হল জেভিয়ার ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ভূবনেশ্বর (XIMB)-র সপ্তম মিডিয়া কনক্লেভ ‘কমিউনিকি’। রবিবার এই কনক্লেভে হাজির ছিলেন খ্যাতনামা সব ব্যক্তিত্বরা। গ্রাহককে পণ্য চেনাতে দুনিয়া বদলের ক্ষমতা রাখে এমন সব উপকথার ভ🌜ূমিকা নিয়ে আলোচনা করেন তাঁরা।
XIMB-র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ ইলিউমিনাতি এক্স আয়োজিত এই কনক্লেভে হাজির ছিলেন জিও ইনফোকমের ভাইস প্রেসিডেন🐲্ট নীলেশ মহাজন, ফ্লিপকার্টের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার প্রশান্ত অনেজা൲, জাইডাস ওয়েলনেসের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শাহবাজ মহম্মদ ও অটমগ্রের ভাইস প্রেসিডেন্ট বোধ দেবের মতো ব্যক্তিত্বরা।
কী ভাবে কাহিনী মানুষের মনকে অধিকার করে ক্রেতায় পরিণত করে তা ছাত্রদের সামনে তুলে ধরেন বক্তারা। জিওর ভাবনা শুরু থেকে ছাত্রদের বর্ণনা করেন নীলেশ মহাজন। কেন ফ্লিপকার্টের বিজ্ঞাপনে শিশুদের প্রাপ্তবয়ষ্কের চরিত্রে অভিনয় করানো হয় তা ছাত্রদের বুঝিয়ে বলেন প্রশান্ত অনেজা। কীভাবে পুরনো দিনের বিজ্ঞাপনের কাহিনী তাঁকে ছুঁয়ে ♔গিয়েছে তা বর্ণনা করেন শাহবাজ মহম্মদ। ব্র্যান্ডের কথকতায় স্থির বা প্রবহমান মুহূর্তের গুরুত্ব বোঝান বোধ দেব।