২৬/১১ মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তাকে এদেশে আনার চেষ্টা চালাচ্ছে ভারত। এর আগে আমেরিকার উচ্চ আদালত তাকে মুক্তি দিয়েছিল। এবার তাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিল আমেরিকার আপিল আদালত। রায়ে আপিল আদালত বলেছে, প্রত্যর্পণ চুক্তির অধীনে তা♚কে ভারতে প্রত্যর্পণ করা যেতে পারে।
আরও পড়ুন: ফিরে দেখা ২৬/১১🌊, জানুন সেই ৫ হিরোর কথা, জীবনকে বাজি রেখে বাঁচিয়েছিলেন বহু প্রাণ
উল্লেখ্য, প্রথমে পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে আমেরিকার নিম্ন আদালত অভিযুক্ত তাহাউরকে ভারতের হাতে তু🌟লে দেওয়ার অনুমতি দিয়েছিল। তবে নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছিল অভিযুক্ত। সেখানে বেকসুর খালাস পায় তাহাউর। এরপরেই মামলা ওঠে নবম সার্কিটের আপিল আদালতে। সেই মামলার রায়ে এই নির্দেশ দিয়েছে আদালত।
গত ১৫ অগস্ট আপিল আদালত রায় দিয়ে জানায়, ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রানাকে প্রত্যর্পণ করা যেতে পারে। আদালতের ৩ বিচারপতির প্যানেল জানায়, রানা যে অপরাধ করেছে, তার উপযুক্ত প্রমাণ জমা দিয়েছে ভারত। এরপরেই আদালত জানায়, রানার বিরুদ্ধে অভিযোগগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তির শর্তের মধ🦹্যে পড়ে। তারপরেই এমন রায় আদালতের।
কে এই তাহাউর রানা?
মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে। আসলে রানা ছিল পাক সেনায় কর্মরত একজন চিকিৎসক। পরে কানাডার নাগরিকত্ব নিয়ে সে দেশে বাস করতে শুরু করেছিল। বর্তমানে আমেরিকার একটি জেলে বন্দী। তাকে পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গি ডেভিড কোলꦚম্যান হেডলির সহযোগী হিসাবে ধরা হয়। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ছিল ওই জঙ্গি।
উল্লেখ্য, ২০০৮ সাল🐠ের নভেম্বরে মুম্বইয়ে জঙ্গি হামলা চালানো হয়। তাতে ৬ জন মোট ১৬৬ জন নিহত হয়েছিল। ১০ জন পাকিস্তানি জঙ্গি মুম্বইয়ে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালায়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল নয়জন জঙ্গি। ঘটনায় আজমল কাসভকে জীবিত গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল।