করোনা পরিস্থিতিতেও চলেছে কাজ। কিন্তু এক টানা পরিশ্রম করে ক্লান্ত কর্মীরা। তাই সংস্থার প্রায় ৭০০ কর্মীকে এক সপ্তাহের ছুটি দিল ডেটিং অ্যাপ বাম্বল (Bumble Inc.)।ধীরে ধীরে করোনা লকডাউন শিথিল হচ্ছে। আর এই সময়েই বেশ কিছু সংস্থা ধীরে ধীরে কর্মীদের অফিসে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে Goldman Sachs Group, JPMorgan Chase & Co.-র মতো সংস্থাগুলি আগামী অগস্ট-সেপ্টেম্বর নাগাদ করোনা টিকা নিয়েছেন এমন কর্মীদের অফিসে ফিরিয়ে আনতে চাইছে।অন্যদিকে অ্যাপেল (Appl) আপাতত একটি হাইব্রিড ওয়ার্ক-ফ্রম-হোম স্ট্র্যাটেজি-তে এগোতে চাইছে। সোশ্যাল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার (Twitter) যদিও ইচ্ছুক কর্মীদের পাকাপাকিভাবে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে।ভারতে অফিস আছে এমন বহুজাতিক সংস্থাগুলি যদিও এখনই কর্মীদের অফিস আনার বিষয়ে নিশ্চিত হতে পারছে না। এমন পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোম মডেলেই জোর দিচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস-এর মতো প্রযুক্তি সংস্থা। বাড়ি থেকে ও অফিস থেকে একই সঙ্গে কাজের একটি হাইব্রিড মডেল তৈরী করতে চাইছে টিসিএস (TCS)তবে শুধু তাই নয়, এই ওয়ার্ক ফ্রম হোমকে স্বাভাবিক সময়ের কর্মসংস্কৃতি হিসাবে জনপ্রিয় করে তুলতে চাইছে সংস্থা। টাটা কনসালটেন্সি সার্ভিসেস ২০২৫ সাল নাগাদ মোট কর্মীদের মাত্র এক-চতূর্থাংশ নিয়মিত অফিস আনার পরিকল্পনা করছে।