কর্মচারীদের জন্য় একেবারে বড় সুখবর। এবার চিলি সরকার কর্মচারীদের জন্য কাজের ঘণ্টা কমিয়ে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে। চিলির 🍸প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ম🅺ঙ্গলবার জানিয়েছেন, একটি বিল আনার চেষ্টা করা হচ্ছে যেখানে কর্মচারীদের কাজের ঘণ্টা কমিয়ে দেওয়া হবে।
পাঁচ বছরের মধ্য়েꦓ কাজের ঘণ্টা ৪০-৪৫ ঘণ্টা কমানো হবে বলে আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এই বিলটিকে অত্যন্ত জরুরী বলে উল্লেখ করেছেন।
এদিকে জনপ্রতিনিধিরা এই বিল নিয়ে ব্যাপক আলোচনায় অংশ নেয়। কিছুক্ষেত্রে এই কাজের সময় কমিয়ে দেওয়ার বিষয়ে ফের পুনর্বিবেচনার ব্যাপারে মতামত দেওয়া হয়। মূল💝ত ট্রান্সপোর্টের চালক ও গৃহস্থালীর কাজে নিযুক্ত কর্মীদের ক্ষেত্রে এই বিশꦗেষ নিয়ম প্রয়োগ কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়ে প্রশ্ন ওঠে।
প্রেসিডেন্সিয়াল প্যালেসে মঙ্ℱগলবার একটি অনুষ্ঠানে এনিয়ে প্রেসিডেন্ট বোরিক জানিয়েছেন, নতুন চিলি গঠনের ক্ষ▨েত্রে এই পদক্ষেপ কার্যকরী হবে। এটা অনেকটা স্বচ্ছতার পদক্ষেপ।
সূত্রের খবর, করোনা অতিমারির পরবর্তী পরিস্থিতিতে চিলিতে নান🥂া ক্ষেত্রে উৎপাদনের ঘাটতি দেখা যাচ্ছে। এনিয়ে পর্যালোচনা শুরু করেছে সরকার। সেক্ষেত্রে ছোট, মাঝারি ও বড় শিল্প প্রতিষ্ঠান ও 🅺ইউনিয়🅘নের সঙ্গে কথা বলে চিলির সরকার। এরপরই এনিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে সরকার।
প্রেসিডেন্ট বোরিক জানিয়েছেন, সরকার প্রত্যাশা করছে এই বিল নিয়ে ভোটাভুটি হবে। এরপরꦡ আইনসভার দুই কক্ষেই তা অনুমোদিত হবে।