এই ঘটনা রীতিমতো শিউরে ওঠার মতো। উত্তরপ্রদেশের এটাহতে এক ভিক্ষুকের খবর কার্যত ভাইরাল হয়ে যায়। কার্যত ছেঁড়া ময়লা পরা পোশাক, উসকো খুসকো চেহারায় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। অনেকেই পথের ভিক্ষুক ভেবে তাঁকে এড়িয়ে যান। তবে যখন জানা যায় তꦿাঁর জীবনಌের আসল সত্যি, তখন চমকে ওঠেন অনেকেই।
জানা গিয়েছে, এই ব্যক্তি উত্তরপ্রদেশের কেউ নন। তিনি গুজরাতের বাসিন্দা। আর সেখানের একটি ব্যঙ্কে তিনি ম্যানেজার ছিলেন। এককালে অর্থ সম্পত্তির প্রাচুর্যেই ছিলেন এই ব্যক্তি। তাঁর জীবনের ঘটনা ভিডিয়ো করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। ভিডিয়ো ভাইরাল হতেই এই ব্যক্তির নাম জানা যায়। তাঁর নাম দিনু ভাই প্যাটেল। গুজরাতের বাসিন্দা দিনুভাই গত এপ্রিল থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। টাকার নোট কিন্তু কাগজ দিয়ে তৈরি হয় না! কী 🌜দিয়ে হয়🐲 জানেন?
সুদূর গুজরাত থেকে কীভাবে দিনুভাই প্যাটেল গুজরাতে পৌঁছলেন তা তিনি নিজেও বলতে পারছেন না। জানা গিয়েছে, মানসিক ভারসাম্য হারিয়ে দিনুভাই প্য🐻াটেল হাঁটতে থাকেন বাড়ি থেকে বেরিয়ে। তারপরই পৌঁছে যান এটাহতে। পরবর্তীকালে তাঁকে কোতওয়ালি পুলিশ স্টেশনের হাতে তুলে দেওয়া হয়। উত্তরপ্রদেশ পুলিশ এরপর গুজরাত🥀ের পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারপরই নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় দিনুভাই প্যাটেলকে।