মার্কিন মুলুকে জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন প্রয়োগের অনুমতি না মিললেও ভারতে এই টিকার প্রয়োগ থামবে না বলে জানিয়ে দিল কেন্দ্র। কোভ্যাক্সিনকে এখনই সবুজ সংকেত না দেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের FDA-র সিদ্ধান্তকে সম্মান জানিয়েই কেন্দ্রের দাবি, এর প্রভাব ভারতীয় টিকাকরণের উপর পড়বে না। এই বিষয়ে সাফাই দিয়েছেন নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল। তিনি জানান, ভারত কোভ্যাক্সিন নিয়ে সন্তুষ্ট এবং এদেশে এর প্রয়োগ বন্ধ হবে না।ডঃ ভিকে পাল এই বিষয়ে বলেন, 'প্রতিটি দেশেরই নিজেশ্ব নীতি নির্ধারণের মাপকাঠি রয়েছে। কিছু মাপকাঠি এক হতে পারে, আবার কিছু ভিন্ন। আমরা কোভ্যাক্সিন নিয়ে সন্তুষ্ট, তাই আমরা এটিকে ছাড়পত্র দিয়েছি। মার্কিন সংস্থার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তবে ভারতের টিকাকরণের উপর এর কোনও প্রভাব পড়বে না।'প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়নি কোভ্যাক্সিনকে। এই ভ্যাকসিনের অতিরিক্ত তথ্যও চাওয়া হয়েছে তাদের তরফে। এই বিষয়ে ভারত বায়োটেকের সঙ্গে চুক্তিবদ্ধ মার্কিন সংস্থা ওকুজেন ইনকর্পোরেশন জানায়, জরুরি ভিত্তিতে কোভ্যাকসিনের ব্য়বহারের জন্য আর আবেদন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএর প্রস্তাব অনুযায়ী, কোভ্যাকসিনের পূর্ণাঙ্গ ছাড়পত্রের জন্য পরবর্তীতে বায়োলজিক লাইসেন্স অ্যাপলিকেশন জমা করতে হবে।প্রসঙ্গত, ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন কোভ্যাকসিন বিশ্ব স্বাস্থ সংস্থার ছাড়পত্র পায়নি। ফলে, ভারত থেকে যাঁরা কোভ্যাকসিন নিয়ে সেদেশে যাচ্ছেন। তাঁদের নতুন করে ভ্যাকসিন নিতে বলা হচ্ছে বাইডেন প্রশাসনের তরফে ৷ ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভ্যাকসিন তৈরি করবে যে সংস্থা ওকিউজেন, তারা জরুরি ভিত্তিতে ভ্যাকসিনটির ছাড়পত্র চেয়েছিল। কিন্তু, সেই আবেদন আপাতত স্থগিত হয়ে রইল।