রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার কলকাতায় ছিলেন। আর তখনই নাবালিকা মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে যায় তিলজলায়। আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। পুলিশ কেন দ্রুত ব্যবস্থা নিতে পারল না তা নিয়ে উঠল প্রশ্ন। তবে এসবের মধ্য়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবিতে তাঁর এই চিঠি।রাষ্ট্রপতির সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌমিত্র। সেটা তিনি চিঠিতেও উল্লেখ করেছেন বলে খবর। কলকাতায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে তিনি এই চিঠি লেখেন বলে খবর। তাঁর দাবি বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সরকার কোনও কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না।তিনি টুইট করে লিখেছেন, আমাদের বাংলা দিন কে দিন জ্বলছে। আমি মাননীয় রাষ্ট্রপতির সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। দয়া করে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। তৃণমূল সরকার বাংলার মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ। তার সঙ্গেই প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিটি তিনি যুক্ত করেছেন। সেই চিঠির ছত্রে ছত্রে তিনি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ হালের কথা উল্লেখ করেছেন। তিলজলার ঘটনা তিনি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ১০ ঘণ্টা ধরে কলকাতা জ্বলছে। বালিগঞ্জ, তপসিয়া সহ একাধিক জায়গায় পরিস্থিতি ভয়াবহ। সমস্ত যোগাযোগ বন্ধ। কলকাতা পুলিশ ও রাজ্য সরকার পরিস্থতি নিয়ন্ত্রণে পুরো ব্যর্থ। এদিকে মাননীয় রাষ্ট্রপতি কয়েক কিমি দূরত্বেই রয়েছেন। এই পরিস্থিতিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তিনি করেছেন।এদিকে এর আগেও বিজেপি নেতৃত্ব বার বারই নানা ইস্যুতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করতেন। তবে এবার তিলজলা কাণ্ডের জেরে একেবারে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দিলেন সৌমিত্র খাঁ। তবে এই চিঠিকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। তবে শেষ পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে কি না তা অবশ্য় বলবে সময়।