রবিবার মধ্যপ্রদেশের ঝাবুয়ায় ‘জন-জাতীয়’ মহাসভায় ভাষণ দিতে গি🌱য়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এনডিএ যদি ৪০০ পেরিয়ে যায়, তাহলে বিজেপিকে ৩৭০-র বেশি আসন পেতে হবে। কী ভাবে ৩৭০ পার করা যাবে তার পদ্ধতিও বাতলে দেন মোদী।
মোদী বলেন, তাঁর মধ্যপ্রদেশ সফর নির্বাচনের জন্য নয়। তিনি বলেন, "মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই এখানকার মানুষ তাঁদের মত জানিয়ে দিয়েছে। আমি এখানে সেব🌱ক হিসেবে এসেছি। '২৪ মে ৪০০ পার' স্লোগান প্রসঙ্গে বলতে গিয়ে মোদী বলেন, "বিরোধী দলনেতাও সংসদে বলছেন ২৪ মে ৪০০ পার।'
তিনি বলেন🍒, "বিরোধীরা যখন বলল '২৪ মে ৪০০ পার', তখন𓂃 আমি বলেছিলাম, আমিও শুনেছি এনডিএ ৪০০ পেরিয়ে যাবে। কিন্তু আমি এটাও শুনেছি যে বিজেপি একাই ৩৭০ পেরিয়ে যাবে। এবং আমি আপনাকে বলব কীভাবে এটি করতে হবে।' সেই পদ্ধতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, "সব বুথে গিয়ে দেখুন গত তিন বছরে বিজেপি কোথায় সবচেয়ে বেশি ভোট পেয়েছে। সেখানে ৩৭০টি নতুন ভোট যোগ করুন। প্রতিটি বাড়িতে গিয়ে মোদী সরকারের প্রকল্পগুলি সম্পর্কে তাদের বলুন। এটা করতে পারলে আমরা ৩৭০ পার করতে পারব।'
পড়ুন। অজ্ঞাতসারে সেই সন্ধ্য়ায়…, কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের আগে ঠিক 𒊎কী 💮করেছিলেন মোদী?
পড়ুন। একলাফে বেড়ে গেল বার্ধক্য ভাতা, বিꦆধবা ভাতা, লোকসভা ভোটের আগে 🍎বড় ঘোষণা ওড়িশায়
এই প্রথম নয়𓂃, এর আগেও প্রধানমন্ত্রী মোদী বিজেপির নির্বাচনী লক্ষ্য নির্ধারণের কথা উল্লেখ করেছিলেন। সংসদের সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে প্রধানম🎃ন্ত্রী মোদী প্রথমবারের মতো ৩৭০ ধারা বাতিল করার লক্ষ্যের কথা উল্লেখ করেছিলেন। এই প্রসঙ্গ রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেছিল কারণ বিরোধী নেতারা জিজ্ঞাসা করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী কীভাবে নির্বাচনের আগেও সঠিক সংখ্যা বলতে পারেন।
প্রধানমন্ত্রী মোদী সংসদে কংগ্রেসের রাজ্যসভার🎶 নেতা মল্লিকার্জুন খাড়গেকে রাজ্যসভায় তাঁর একটি বক্তৃতায় বিজেপির নির্বাচনী স্লোগান 'আবকি বার ৪০০ পার' ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করায় ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী সেই ব্যঙ্গকেই আশীর্বাদ হিসাবে গ্রহণ করেছিলেন এবং বিজেপির একার লক্ষ্য হিসাবে ৩৭০ ঠিক করেছিলেন।