তিনি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে পারেন এবং তাদের জন্য একটি ‘লঞ্চিং প্যা💯ড’ তৈরি করা তাঁর দায়িত্ব হিসেবে বিবেচনা করেন, যাতে তারা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পার𒊎ে। দেশের প্রথম ভোটাদের নিয়ে তাঁর পরিকল্পনা প্রসঙ্গে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে 🐷বলেছেন, ‘আমি যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝি। আজকের যুবসমাজ অতীতের থেকে অনেক আলাদা। তা💯রা আগের মানদণ্ডে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা প্রতিটি ক্ষেত্রে বড় লাফ দিতে চায় তাদের কাঙ্খিত গন্তব্যে পৌঁছানোর জন্য, এমনকি যদি এর জন্য কিছু ধাপ বাইপাস করতে হয়। আমাদের দায়িত্ব হলো তাদের জন্য লঞ্চিং প্যাড এবং প্ল্যাটফর্ম সরবরাহ করা যাতে তারা তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। যুবসমাজ ও তাদের চিন্তাধারাকে বুঝতে হবে।’
আরও পড়ুন। ‘ওড়িশার উন্নয়নের 🅠জন্য...’, নবীনের সঙ্গে জোট না হওয়া প্রসঙ্গে বললেন মোদী
গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালানোর সময🍌়, প্রধানমন্ত্রী মোদী প্রথমবারের ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অনুরোধ করেছেন, উল্লেখ করেছেন যে ১৮তম লোকসভা হবে ‘যুব আকাঙ্ক্ষার প্রতীক’। প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন সরকার ‘মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে’ (আমার ꦆপ্রথম ভোট দেশের জন্য) প্রচার শুরু করেছে যাতে নির্বাচনে যুবসমাজের সর্বজনীন সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি 'পরীক্ষা পে চর্চা' এবং 'মন কি বাত' মাস🏅িক প্রোগ্রামের মতো ‘ইন্টারঅ্যাক্টিভ’ উদ্যোগের মাধ্যমে ভারতের তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব ༺বুঝতে পারছেন। তিনি বলেন, ‘যখন আমি পরীক্ষা পে চর্চা করি, তখন আমি হাজার হাজার শিক্ষার্থীর সাথে কথা বলি। আমি এমন অনেক শিক্ষার্থীর মুখোমুখি হই যারা তাদের সময়ের কয়েক দশক আগের চিন্তাভাবনা করছে। যদি সরকার ও নেতৃত্ব এই নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তবে একটি বড় ফাঁক তৈরি হবে।’
কোভিড পরিস্থিতি
কোভিড মহামারির সময় প্রধানমন্ত্রী মোদী যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। তিনি বলেন, ‘কোভিড সময়কালে, আমি দেশের যুবসমাজকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তাদের যৌবন ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল। ভিডিও কনফারেন্সিং সেশনে, আমি তাদের কিছু কাজ দিয়ে উদ্দীপিত করার চেষ্টা করেছি যাতে তাদের মনোবল বাড়ে। সেই কারণেই আমরা ডেটা খুব সস্ত🅰া করেছি। আমার যুক্তি ছিল যে তাদের নতুন ডিজিটাল জগতে পরিণত করে গড়ে তোলা, এবং আমরা এতে সফল হয়েছি।’
আরও পড়ুন। 'এবার বাংলায় বিজে♚পি...', রাজ্যে🐻 লোকসভা ভোটে দলের স্ট্রাইক রেট নিয়ে বড় দাবি মোদীর
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘দেশে ডিজিটাল এবং ফিনটেক বিপ্লব অনেকাংশে সরকারের, সং▨কটকে সুযোগে পরিণত করার উপর দৃষ্টিভঙ্গীর জন্য দায়🍬ী। আমি প্রযুক্তির ক্ষমতা এবং প্রজন্মের জন্য যে প্রভাবশালী পরিবর্তন আনতে পারে তা পুরোপুরি বুঝি এবং তাই এটি পূর্ণ সম্ভাবনায় কাজে লাগাতে চাই।’
মোদী সরকার যুবসমাজের স্বপ্ন পূরণে এবং তাদের ক্ষমতায়নে নতুন নতুন উদ🐻্যোগ নিচ্ছে। শিক্ষার্থীদের জন্য 'পরীক্ষা প🌳ে চর্চা' প্রোগ্রামের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যাগুলি শুনেন এবং সমাধান প্রদান করেন। এছাড়াও, 'মন কি বাত' প্রোগ্রামের মাধ্যমে তিনি দেশের যুবসমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময় করেন।
প্রধানম𝓀ন্ত্রী মোদী উল্লেখ করেন, ‘যুಌবসমাজকে সঠিক দিশায় পরিচালিত করতে হলে তাদের মনোভাব এবং চাহিদা বুঝতে হবে। আমাদের সরকার সবসময় তরুণদের পাশে থেকেছে এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করেছে।’