প্রায়শই জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত ক♉রেন তো? তাহলে আগামী ১ এপ্রিল থেকে আপনার পকেটের উপর বাড়তি চাপ পড়তে পারে। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, পাঁচ꧒ থেকে ১০ শতাংশ টোল বাড়াতে পারে ন্যাশনাল হাইওয়ে অথরিট অফ ইন্ডিয়া (এনএইচএআই)। যা নয়া অর্থবর্ষের প্রথম দিন থেকে কার্যকর হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
জাতীয় সড়কের টোল ট্যাক্স নীতি
২০০৮ সালের জাতীয় সড়ক ফি (রেট নির্ধারণ এবং সংগ্ꦇরহ) নীতি অনুযায়ী, ಞপ্রতি বছর পয়লা এপ্রিল থেকে জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে ফি পরিবর্তন করা হয়। পরিস্থিতির বিবেচনা করে নির্দিষ্ট সময় অন্তর টোল ট্যাক্সের হার বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-র প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের মধ্যে জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্স বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব খতিয়ে দেখবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। পুরো বিষয়টি বিবেচনার পর নীতিন গডকড়ির মন্ত্রক সেই প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
‘লাইভ হিন্দ💦ুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, নয়া অর্থবর্ষের (২০২৩-২৪) প্রথম দিন থেকে গাড়💧ির ক্ষেত্রে টোল ট্যাক্স পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে। কম ভারসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ১০ শতাংশ বাড়তে পারে টোল ট্যাক্স। সেইসঙ্গে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েরও (এখনও পুরোপুরি চালু হয়নি) টোল ট্যাক্স বাড়ানো হতে পারে। আপাতত প্রতি কিলোমিটারে ২.১৯ টাকা টোল ট্যাক্স ধার্য করা হয়। যা ১০ শতাংশ বাড়ানো হতে পারে। যে এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিদিন প্রায় ২০,০০০ গাড়ি যাতায়াত করে। যে সংখ্যাটা আগামী ছয় মাসে বেড়ে দাঁড়াতে পারে ৫০,০০০ থেকে ৬০,০০০-তে।
আরও পড়ুন: আরও দ্রুত ছুটবে ভারত! হাইওয়ের গতিসীমা বাড়াতে রাজ্যগুলির💝 সঙ্গে আলোচনা কেন্দ্রের
সেইসঙ্গে ইস্টার্ন পেরিফেরাল এবং দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে🐼তেও টোল ট্যাক্স বাড়ানো হতে পারে। ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, যাঁরা টোলপ্লাজার ২০ কিমির মধ্যে থাকেন, তাঁদের যে মাসিক পাস দেওয়া হয়, তা সাধারণ সস্তা হয়। সেই মাসিক পাসের ভাড়াও ১০ শতাংশ মতো বাড়তে পারে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাঁ꧋কুড়া, বর্ধমান হয়ে জঙ্গলমহল থেকে সোজা উত্তরবঙ্গ! ৩,২০০ কোটি টাকা বরাদ্দ মমতার
এমনিতে টোলপ্লাজার কোনও নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসবাসকারী ব্যক্তিদের ছাড় দেওয়ার কোনও নিয়ম নেই। তবে ২০২২𒈔-২৩ অর্থবর্ষ থেকে সেই বিশেষ মাসিক পাস চালু করা হয়। যে মাসিক পাসের জন্য ৩১৫ টাকা খরচ হবে। তারপর ওই মাসিক পাস দিয়ে এক মাসের মধ্যে যতবার খুশি যাতায়াত করতে পারেন। যে ব্যক্তিকে সংশ্লিষ্ট টোলপ্লাজার ২০ কিমির মধ্যে বসবাস করতে হবে এবং তাঁর যে 💙গাড়ি নথিভুক্ত করা হয়েছে, সেটা অবাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করতে হবে।