পেট্রোল-ডিজেলের দাম তো ছিল। এবার আরও এক চিন্তার মেঘ আমজনতার মনে। সৌজন্যে, বর্ধিত টোল ট্যাক্স।ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে এক বাড়ছে টোল ট্যাক্স। বৃদ্ধির পরিমাণ নেহাত কম নয়। প্রায় ৫ শতাংশ বাড়ছে কর। FASTAG ব্যবস্থা কার্যকর করার পরপরই এভাবে হঠাৎ বৃদ্ধি।অর্থাত্ দেশের বেশিরভাগ টোল-এই করের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রায় ১০-৩০ টাকা করে। পেট্রোপণ্যের দামের পাশাপাশি এই বাড়তি কর যে পরিবহণ ব্যবস্থায় যথেষ্ট প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। যদিও প্রতি বছরই প্রায় টোল ট্যাক্স বৃদ্ধি করে NHAI । তবে, এবছরটা একটু আলাদা। গত বছরভর প্রায় লকডাউন কেটেছে। বছরের অনেকটা সময় থমকে গিয়েছিল যাত্রী ও পণ্য পরিবহণ। তার উপর চলতি বছরে উত্তরোত্তর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। মড়ার উপর খাঁড়ার ঘা বাড়তি টোল ট্যাক্স।হিন্দুস্তানকে দেওয়া সাক্ষাত্কারে এই নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন রবীন্দ্রপ্রতাপ সিং নামে এক ট্রাক মালিক। তাঁর কথায়, 'এমনিতেই ডিজেলের যা দাম, তাতে আমাদের নাজেহাল অবস্থা। তার উপর এত টোল ট্যাক্সে ব্যবসা আরও ডুববে।'