এক ফ্রেমে বিশ্বের সবচেয়ে ধনী দুই ব্যক্তি- ইলন মাস্ক এবং বার্নার্ড আর্নল্👍ট। শুক্রবার দুপুরের পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে প্যারিসে লাঞ্চ সারেন দুই ধনকুবের। টেসলার CEO তাঁর মায়ের সঙ্গে গিয়েছিলেন। অন্যদিকে LVMH-এর চেয়ারম্যান এবং সিইও বার্নার্ড আর্নল্টের সঙ্গে তাঁর দুই ছেলে অ্যান্টোইন এবং আলেকজান্ডার আর্নল্টের এসেছিলেন।
অ্যান্টোইন আর্নল্ট ইনস্টাগ্রাম স্টোরিজে সেই মধ্যাহ্নভোজের কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে ইলন মাস্ক এবং বার্নার্ড আর্নল্টকে একসঙ্গে পোজ দিত𝕴ে দেখা গিয়েছে। ছবিতে পিছনে আইফেল টাওয়ারও দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, এটি চলতি বছর, তথা দশকের অন্যতম আইকনিক ছবি হতে চলেছে।
মধ্যাহ্নভোজের পর, ইলন মাস্ক সপ্তম ভিভা টেকনোলজি কনফারেন্সে যোগ দেন। ফ্রান্সের পেয়ার্সে ১৪ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। বার্ষিক এই সম্মেলনের সূচনা করেছিল পাবলিসিস গ্রুপ এসএ এবং লেস ইকোস। LVMH-এর মালিকানাধীন সংস্থা এটি। এখানে ইলন মাস্কের আসার একটি কারণও রয়েছ🉐ে। বর্তমানে এটিই ইউরোপের সবচেয়ে বড় স্টার্টআপ এবং টেক ইভেন্ট। প্রযুক্তি ক্ষেত্রের কর্তা, স্টার্টআপ, বড় সংস্থা এবং বিনিয়োগকারীদের এক ছাদের নিচে আনাই এই ইভেন্টের মূল লক্ষ্য।
এই প্রযুক্তি সম্মেলনের অফিসিয়াল বক্তাদের তালিকায় ছিলেন ইলন মাস্ক এবং বার্নার্ড আর্নল্ট। অন্যান্য বক্তাদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সেলসফোর্সের সহ-প্র🧸তিষ্ঠাতা মার্ক বেনিওফের মতো নামজাদা কর্তারা ছিলেন।
ইমানুয়েল ম্যাক্রনও টুইটারে ইলন মাস্কের সঙ্গে একট🦹ি ছবি শেয়ার করেছেন। সেখানে দু'জনকে হাসিমুখে করমর্দন করতে দেখা গিয়েছে। 'একসঙ্গে কাজ করা যাক!' ♌লিখেছেন ফরাসি প্রেসিডেন্ট।
ফোর্বসের রিপোর্ট অনুসারে, ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদের অঙ্ক ২৩৬.৯ বিলিয়ন মার্কিন ডলার। বার্নার্ড আর্নল্ট এবং তাঁর পরিবারের নেট ওয়ার্থ ২৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি। টেসলার সিইও সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব ফিরে পেয়েছেন। বার্নার্ড আর্নল্ট গত ডিসেম্বরে ইলন মাস্ককে টপকে গিয়েছিলেন। সেই সময়ে বিশ্বে প্রযুক্তি শিল্পের অবস্থা খারাপ ছিল। কিন্তু মূল্যবৃদ্ধি সত্ত্বেও বিলাসদ্রব্যের বিক্রিতে প্রভাব পড়েনি। বার্নার্ড আর্নল্টের সংস্থা LVMH লুই ভিটন, হেনেসি এবং ফেন্ডি-র মতো বড় ব্র্যান্ডের মালিক। এই ব্র্যান্ডের ব্যাগ, পোশাকের দামই শুরু হয় ৪০-৫০ হাজার টাকা থেকে। আরও পড়ুন: অবিবেচকের মতো AC চালালে কারেন্ট অফ তো হবেই, তুমুল রোষের মুখে সাফাই ♛CESC-র
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক