বাংলাদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা। ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের কুমিল্লা জেলায় মারাত্মক দুর্ঘটনা। মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রী বাহী ট্রেনের একেবারে মুখোমুখি সংঘর্ষ। কীভাবে এত বড় দুর্ঘটনা হল তা এখনও পরিষ্কার নয়। দুর্ঘটনায় অনেকের অবস্থা আশঙ্কাজনক। একাধিক মৃত্যুর আশঙ্কা রয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে। এদিকে বাংলাদেশে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একটি মালবাহী ট্রেন ও সোনার বাংলা ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।অন্তত সাতটি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। অনেকে ওই ট্রেনের মধ্য়ে আটকে পড়েছে বলে খবর। বাংলাদেশে সংবাদ মাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে রবিবার সন্ধ্যায় নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী ট্রেনটির সঙ্গে সোনার বাংলা ট্রেনের সংঘর্ষ হয়। এর জেরে সোনার বাংলা ট্রেনটি উলটে যায়।দুর্ঘটনায় অন্তত ৫০জন আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্তত ৫-৭টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। এদিকে বাংলাদেশে নির্বাচন কমিশনের অন্তত ১২জন কর্তা এই ট্রেনে চেপে আসছিলেন। তবে শেষ পাওয়া খবর অনুসারে তাঁরা আপাতত সুরক্ষিত রয়েছেন।চট্টগ্রাম থেকে ঢাকা গামী যে রেলপথটি রয়েছে সেখানে কুমিল্লা শহরের আগে হাসানপুর রেল স্টেশন। দুর্ঘটনার জেরে উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচল মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।ঠিক কী হয়েছিল ঘটনাটি?আচমকাই দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। সোনার বাংলা এক্সপ্রেসের অন্তত ৫-৭টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। চারদিকে শুরু হয় আর্তনাদ। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ, দমকল আসে।তবে স্থানীয়দের দাবি, হানাসপুর স্টেশনে মালবাহী ট্রেনটি দাঁড়িয়েছিল। এমন সময় চট্টগ্রাম থেকে আসা যাত্রী বাহী ট্রেনটি একই লাইনে চলে আসে। দ্রুতগতিতে আসা ট্রেনটি সরাসরি মালবাহী ট্রেনে ধাক্কা দেয়। কিন্তু প্রশ্ন উঠছে কাদের ভুলে এভাবে একই লাইনে দুটি ট্রেন ঢুকে পড়ল? তবে কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে?তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। অন্তত ৫০জন জখম হয়েছেন বলে খবর। স্থানীয় হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারী ট্রেনকে এলাকায় পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup