গভীর রাতে স্টেশন আসবে। সেইসময় যদি ঘুম না ভাঙে, সেই ভয়ে অনে🦩কেই জেগে থাকেন। তা সত্ত্বেও চোখে চোখ লেগে যায়। এবার সেই সমস্যা থাকবে না। কারণ ভারতীয় রেলের তরফে এমন পরিষেবা স🏅ুবিধা প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে স্টেশন আসার আগেই যাত্রীদের সতর্ক করে দেওয়া হবে।
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের 'লাইভ হিন্দুস্তান'-র প্রতিবেদন অনুযায়ী, রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-তে ফোন করে সেই পরিষেবা ব্যবহার করতে পারবেন। ব্যাক-আপ অꦅ্যালার্ম বা ডেস্টিনেশন অ্যালার্ট বেছে নিতে পারবেন। ডেস্টিটেশন অ্যালার্টের মাধ্যমে আপনার গন্তব্য স্টেশন আসার আগে ফোনে মেসেজ পাঠানো হবে। অন্যদিকে ব্যাক-আপ কলের ক্ষেত্রে আপনার গন্তব্যে পৌঁছানোর আগে মোবাইলে সরাসরি ফোন ঢুকবে।
কীভাবে সেই ⛎ব্যাক-আপ অ্যালার্ম বা ডেস্টিনেশন অ্যালার্ট করতে পারবেন, তা জান🧜ানো হয়েছে 'লাইভ হিন্দুস্তান'-র প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি ধাপ মেনে চললেই আপনি ব্যাক-আপ অ্যালার্ম বা ডেস্টিনেশন অ্যালার্ট সেট করতে পারবেন।
১) ফোনের ডায়াল বক্স খুলে নিন।
২) ১৩৯-তে ডায়াল করুন। কাস্টমার 🍒কেয়ার অ্যাসিসট্যান্টে ফোন যাবে।