আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটেন? এবা♊র থেকে তাহলে টিকিট কাটার আগে বাধ্যতামূলকভাবে ফোন নম্বর এবং ইমেল আইডি যাচাই (ভেরিফিকেশন) করতে হবে। ভেরিকেশন ছাড়া ট্রেনের টিকিট কাটা যাবে না বল♔ে জানানো হয়েছে।
'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ হিন্দুস্তান'-র প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্♋পোরেশন (আইআরসিটিসি) জানিয়েছে যে করোনাভাইরাস মহামারীর কারণে যাঁরা কয়েক বছর ধরে ট্রেনে টিকিট কাটেননি, তাঁদের ক্ষেত্রে নয়া নিয়ম প্রয়োজ্য হবে। সেই যাত্রীদের টিকিট বুকিংয়ের আগে নিজেদের ইমেল আইডি এবং মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে ব🎀লে জানানো হয়েছে।
আইআরসিটিসির মাধ্যমে ট্রেন টিকিট কাটার জন্য কীভাবে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করবেন? (How to verify mobile numbers, e-mail IDs to reserve tickets via IRCTC)
১) IRCTC-র অফিসিয়াল 𓂃ওয়েবসাইট -তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন। &𝐆nbsp;
২) ভেরিফিকেশন উইন্ডোতে যেতে হবে।
৩) নিজের নথিভুক🌸্ত মোবাইল নম্বর এবং ইমꦯেল আইডি লিখতে হবে।
৩) ডানদিকে ভেরিফিকেশনের অপশন ൩পাবেন। বাঁদিকে এডিট বাটন আছে। মোবাইল নম্বর বা ইমেল আইডি সংশোধন করতে চাইলে তা সংশোধন করে নিন। যদি সংশোধন করতে না হয়, তাহলে ভেরিফিকেশন অপশন 💮বেছে নিন।
৪) নিজের নথিভুক্ত ম𝔉োবাই🍸ল নম্বর এবং ইমেল আইডিতে OTP পাবেন। তা যাচাই করে নিন।
কীভাবে IRCTC-র মাধ্যমে ট্রেনের টিকিট কাটবেন? (How to book train tickets via IRCTC)
১) IRCTC-র অফ🍃িসিয়াল ওয়েবসাইট -তে যান। IRCTC অ্যাপও খুলতে পারেন꧃।
২) তারপর যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন, সেই স্ট💟েশন বেছে নিন। গন্তব্যের স্টেশন বেছে নিতে হবে। যাত্রার তারিখ, শ্রে🐈ণি বেছে নিতে হবে মানুষকে।
৩) তারপর ওই রুটের বিভিন্ন ಌট্রেনের নাম দেখা♑বে। নিজের পছন্দ অনুযায়ী ট্রেন বেছে নিয়ে ‘Book Now’-তে ক্লিক করুন।